শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


চীনে অনলাইনে ইসলাম শিক্ষা দেয়ায় এক মুসলিমের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : চীনের উইঘুর প্রদেশে অনলাইনে ইসলাম শিক্ষা দেয়ার অপরাধে এক মুসলিমকে ২ বছরের কারাদণ্ড দেয়ায় হয়েছে। শাস্তিপ্রাপ্ত মুসলিমের নাম হাং শায়েখ।

তাকে ২০১৬ সালে ধর্মীয় শিক্ষা (ইসলাম) প্রচারের অভিযোগে চীনের মুসলিমপ্রধান জিংজিয়াং প্রদেশ থেকে গ্রেফতার করা হয়।

চায়না জামমেন্ট অনলাইনে বলা হয়েছে, হাং (৪৯) তিনি বিভিন্ন ম্যাসেজিং এ্যপ গ্রুপে (উইচ্যাট) ধর্মীয় শিক্ষা দিতেন। তিনি কুরআন শেখাতেন। প্রত্যেক গ্রুপে গড়ে একশো জন সদস্য ছিলো।

হাংয়ের বিরুদ্ধে ধর্মীয় উন্মাদনা ছড়ানোর অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, চীনের ১.৩৭ বিলিয়ন মানুষের মধ্যে ২০ মিলিয়ন মুসলিম রয়েছে। তাদের অধিকাংশের বসবাস জিংজিয়াং প্রদেশে।

সূ্ত্র : দৈনিক সাবাহ


সম্পর্কিত খবর