বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫


ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়ে নিউইয়র্কে হিজাব প্রদর্শনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুবাইর ইসহাক: ডোনাল্ট ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়ে এবং পশ্চিমা কুসংস্কার পরিবর্তন করতে নিউইয়র্কের একটি ফ্যাশন শোতে হিজাবের পদর্শন করা হয়েছে। হিজাব যে নারীর নিরাপত্তার পাশাপাশি তার সৌন্দর্যের বিকাশ ঘটনায় তাই ছিল ওই শোর লক্ষ।

বৃহস্পতিবার থেকে নিউইয়র্কের চেলসি শহরে এ ফ্যাশন সপ্তাহ শুরু হয়েছে। এ ফ্যাশন শোতে পোশাক উপস্থাপন করা ইন্দোনেশিয়ার ৫ ডিজাইনারের মধ্যে অন্যতম হলেন পেলাঙ্গি।

নিউইয়র্কে ডিজাইনার দিয়ান পেলাঙ্গি বলেন, ‘আমরা হিজাবী মুসলিম নারীরা নিপীড়িত নই। আমরা বিশ্বকে এটা দেখাতে চাই, আমাদের হিজাব বিশ্বের অন্যতম সুন্দর পোশাক।’

এ ফ্যাশন শোতে মুসলিম নারীদের ঐতিহ্যের পোশাক হিজাবের প্রদর্শনী করেছেন আরেক নারী ডিজাইনার ভিভি জুবেদি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে এ ফ্যাশন শোতে অভিষেক হয়েছে তার।

মুসলিমপ্রধান দেশগুলোর প্রতি ট্রাম্পের নিষেধাজ্ঞা আরোপের কারণে এ ফ্যাশন শোতে অংশ নেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন জুবেদি।

তিনি বলেন, ‘মিস্টার প্রেসিডেন্ট, আমি আপনার দেশকে খুব ভালোবাসি এবং এ দেশের জনগণকেও খুব ভালোবাসি। কিন্তু আমরা আপনার ও আপনার দেশের জনগণের জন্য তেমন কিছু করতে পারব না। আমরা সবাই সমান, এটাই আমাদের মানবিকতা।’

ফ্যাশন শোতে পেলাঙ্গির প্রদর্শনীতে ছিল ইন্দোনেশিয়ার উপাদানে তৈরি জমকালো পোশাক, বাটিক প্রিন্ট, আপাদমস্তক ঢাকা স্কার্ট, ঢিলেঢালা প্যান্ট, জ্যাকেট ও দারুণ রঙের বুটিকদার রেশমি কাপড়। দ্য গার্ডিয়ান।

দুর্নীতিতে অভিযুক্ত ইসরাইলি প্রধানমন্ত্রীর স্ত্রী

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করা হয়েছে। সারা হচ্ছেন নেতানিয়াহুর তৃতীয় স্ত্রী। তাকে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের জন্য অভিযুক্ত করেছে ইসরাইলের আদালত।

শুক্রবার ইসরাইলের অ্যাটর্নি জেনারেল এভিচাই মেনদেলব্লিত সারাকে দোষী সাব্যস্ত করে অভিযোগপত্র দেন। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, তিনি রাষ্ট্রীয় তহবিল থেকে এক লাখ ১২ হাজার ডলার নিজের বাড়িতে ডিনার পার্টিতে খরচ করেছেন এবং পরে তা অডিটরদের কাছে গোপন করেছেন।

এছাড়া, সারা নেতানিয়াহু রাষ্ট্রীয় তহবিল থেকে নিজের বাড়ির জন্য আসবাবপত্র কিনেছেন বলে সন্দেহ করা হচ্ছে। পাশাপাশি তার মৃত বাবার নামে প্রতিষ্ঠিত হাসপাতালেও রাষ্ট্রীয় তহবিল থেকে অর্থ নিয়ে ব্যয় করেছেন বলে সন্দেহ রয়েছে। স্থানীয় গণমাধ্যম বলছে, সারা আলাদা চারটি অভিযোগের মুখোমুখি হতে পারেন।

২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে সারা নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ