শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


মিশরে সাধারণ জনগণের প্রচুর সাড়া পাচ্ছে ফতোয়া বুথ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিশরের কায়রোর মেট্রোয় বিশ্বের প্রথম ফতোয়া বুথ বা ইসলামি আইন কেন্দ্র চালু করা হয়েছে। এর উদ্দেশ্যে, জনগণের কাছে বিনামূল্যে ইসলামি বিধিবিধান পৌঁছে দেয়া।

মিশরের সুন্নি মুসলিম কর্তৃপক্ষ, আল-আজহারের তত্ত্বাবধানে এসব বুথ স্থাপন করা হচ্ছে। শুরুতে প্রতিটি সাবওয়ে স্টেশনে একটি করে বুথ বসানো হবে।

সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব বুথে সেবা পাওয়া যাবে। সেখানে বসে থাকা আলেম বা শায়েখরা নানা প্রশ্নের উত্তর দেবেন।

মিশরে প্রথমবারের মতো চালু এসব বুথে নাকি প্রচুর সাড়া পাওয়া যাচ্ছে। এ ব্যাপারে শায়খ আহমদ আল-সাবাহ বলন, প্রতিদিন আমরা পরামর্শের জন্য ৫০ থেকে ৭০জনের অনুরোধ পাচ্ছি। বেশিরভাগ অনুরোধই পারিবারিক নানা বিষয়ে যেমন উত্তরাধিকার আর বিবাহ বিচ্ছেদ সম্পর্কিত।

তিনি বলন, বেশিরভাগ তরুণরাই মসজিদে যেতে চায় না। তাই তারা এসব বুথের মাধ্যমে ইসলামি পরামর্শ পাওয়ার একটি সুযোগ পাচ্ছে। একজন যেমন এসে আমাদের জিজ্ঞেস করলেন, আত্মহত্যা করলে কি আল্লাহ আমাদের ক্ষমা করবে?

আমরা এসবের সুন্দর সমাধান বা পরামর্শ দিচ্ছি।

একজন নারী বলেন, এরকম বুথ থাকাটা ভালো, কারণ এটা মানুষের কাছে অনেক কিছু সহজ করে তোলে। এর মাধ্যমে দৈনন্দিন সমস্যাগুলোর সমাধান সহজেই পাওয়া যাবে।

মিশরের মেট্রো স্টেশনে ইসলামিক বুথ বসাবে আল আজহার বিশ্ববিদ্যালয়

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ