বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


রমজান উপলক্ষ্যে কাতার আমিরের বিশেষ ক্ষমায় মুক্তি পেলো ২৪ বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রমজান উপলক্ষ্যে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানীর ক্ষমায় মুক্তি পেয়েছেন ২৪ প্রবাসী বাংলাদেশি।

প্রতি বছরের মতো এবারও রমজানে বেশ দেশি-বিদেশি বেশ কিছু সাজাপ্রাপ্ত কারা বন্দিকে ক্ষমা করেছেন তিনি। এর অংশ হিসেবেই মুক্তি পাচ্ছেন এসব প্রবাসী। কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

কাতারের পথে মার্কিন যুদ্ধজাহাজ!

মুক্তিপ্রাপ্তদের দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ করে দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।

কারাসূত্রে জানা গেছে, ক্ষমাপ্রাপ্ত বন্দিদের মধ্যে ১০ জন মাদক সেবন, পরিবহন ও বিভিন্ন বাণিজ্যিক অপরাধে গ্রেফতার হয়ে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করছিলেন। এছাড়াও চুরি, দুর্নীতি, প্রতারণা ও কাগজপত্র জাল এবং চেক জালিয়াতি সম্পর্কিত অপরাধে সাজাপ্রাপ্ত ছিলেন আরও ১০ জন। অবৈধ যৌন সম্পর্কের অভিযোগে আটক ছিলেন দু’জন নারী। কাতারে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের অপরাধে একজন এবং ব্যভিচারের অপরাধে আরও একজন বাংলাদেশি সাজা ভোগ করে আসছিলেন।

কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর ড. সিরাজুল ইসলাম জানান, কাতারে বর্তমানে প্রায় চার লাখ বাংলাদেশি কর্মী বাস করছেন। প্রতি বছর কাতারের আমির বিভিন্ন দেশের সাজাপ্রাপ্ত আসামিদের ক্ষমা করে থাকেন, এ বছরও সেই ধারাবাহিকতায় ২৪ জন বাংলাদেশি আসামি ক্ষমার তালিকাভুক্ত হয়েছেন।

-এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ