শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


গ্রিক মূর্তি অপসারণ তাওহিদী জনতার আন্দোলনের বিজয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের সাংগঠনক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল বলেছেন, রহমত, মাগফিরাত ও নাজাতের মাস মাহে রমজানের পবিত্র বিনষ্টকারী যেকোন তৎপরতা থেকে সকলকে দূরে থাকতে হবে। সুপ্রীম কার্ট প্রাঙ্গণ থেকে গ্রীক দেবীর মূর্তি অপসারণ তাওহিদী জনতার আন্দোলনের বিজয়। তাওহিদী জনতার আন্দোলনে বাধ্য সরকার সুপ্রীম কোর্ট থেকে গ্রীক দেবীর মূর্তি অপসারণ করেছে। দাবী অনুযায়ী মাহে রমজানের পূর্বেই গ্রীক দেবীর মূর্তি অপসারণে করায় আমরা সরকারকে সাধুবাদ জানাই।

আজ বাদ জুম্মা বায়তুল মোকাররম হাউজ বিল্ডিংয়ের সামনে ঢাকা মহানগরী সহসভাপতি ডাঃ রিফাত হোসেন মালিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা নোমান মাযহারী, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী।

উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বায়তুলমাল ও আইনবিষয়ক সম্পাদক এডভোকেট মুহাম্মদ মিজানুর রহমান, অধ্যাপক মো: আবদুল জলিল, হাফেজ নূরুল হক, মো: জহিরুল ইসলাম, খন্দকার সাহাব উদ্দিন আহমদ, তাওহিদুল ইসলাম তুহিন, আবদুল হাফিজ খসরু, মো: আবুল হোসাইন, খন্দকার সাইফুদ্দিন আহমদ, এডভোকেট রফিকুল ইসলাম, মোস্তাফজুর রহমান ইরান, মোঃ ফয়জুল ইসলাম, কাজী আরিফুর রহমান, হাজী হারুনূর রশীদ, মনসুরুল আলম মনসুর, মনিরুল ইসলাম প্রমুখ।

সমাবেশে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদ জানিয়ে রমজান মাসে সমস্ত ভোগ্য পণ্যের মূল্য কমানোর দাবী জানান হয়। একই সাথে বিভিন্ন বিদেশী চ্যানেলসহ অশ্লীলতা, বেহায়াপনা, ঘুষ, মাদকদ্রব্যের ছড়াছড়ি বন্ধর এবং দিনের বেলা হোটেল রেঁস্তোরা বন্ধ রাখার দাবী জানান হয়।

সমাবেশের পূর্বে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেঠে থেকে এক স্বাগত মিছিল পল্টন মোড়ে হাউজ বিল্ডিংয়ের সমানে এসে সমাবেশে মিলিত হয়।

‘মূর্তি অপসারণ নিয়ে কেউ বাড়াবাড়ি করবেন না, শান্তিপূর্ণ অবস্থানে থাকুন’


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ