শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


জানাযায় অংশ নিতে মালিবাগে শীর্ষ আলেমদের ভিড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা মালিবাগ জামিয়ার প্রবীণ মুহাদ্দিস, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের যুগ্মমহাসচিব আল্লামা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া রহ. এর জানাযা আজ বাদ এশা মালিবাগে অনুষ্ঠিত হবে।

জানাযায় অংশ নিতে ইতোমধ্যেই ঢাকা ও ঢাকার বাইরে থেকে দেশের শীর্ষ আলেমদের ছুটে এসেছেন। জানাযা পড়াবেন আল্লামা নূর হোছাইন কাসেমী।

দেশের শীর্ষ স্থানীয় এ আলেম ও বিদগ্ধ লেখক আজ সকালে কাকরাইল ইসলামি ব্যাংক হাসপাতালে ইন্তেকাল করেছেন।

ইতোমধ্যে জানাযাস্থলে উপস্থিত হয়েছেন মাওলানা আবদুল মতিন বিন হোসাইন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা লতিফ নিজামী, মুফতি মোহাম্মদ আলী, আল্লামা আনোয়ার শাহ, মুফতি উবায়দুল্লাহ ফারুক,মুফতি ফয়জুল্লাহ, মুফতি তৈয়ব হোসাইন, মাওলানা আব্দুল গাফ্ফার,মুফতি আবু ইউসুফ, মাওলানা আহমদুল হক, মাওলানা আবু মুসা, মাওলানা আনোয়ারুল হক, মাওলানা হারেছ মোহাম্মদ, । এছাড়াও অন্যান্য শীর্ষ আলেমগন জানাযায় উপস্থিত হবেন বলে জানা গেছে।

এশাপূর্ব বয়ানে বক্তারা মরহুমের স্বর্ণালী কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, বেফাকের ইতিহাসে তাঁর নাম স্বর্ণালী হয়ে থাকবে।তাঁর লিখনীই তাঁকে বাঁচিয়ে থাকবে। তিনি মরলেও কর্মে বেঁচে থাকবেন আমাদের মাঝে

গত কিছুদিন আগে ব্রেইনস্ট্রোকে আক্রান্ত হলে তাকে মগবাজারের নিউরোলজী হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে আবারও হার্টস্ট্রোক করলে অবস্থার আরও অবনতি ঘটে।

এসএস/


সম্পর্কিত খবর