বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


খালেদা জিয়ার বিরুদ্ধে করা তিন মামলা স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর দারুস সালাম ও যাত্রাবাড়ী থানায় নাশকতার অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা আরো তিন মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। এ নিয়ে তাঁর বিরুদ্ধে সর্বমোট ১২টি মামলার কার্যক্রম স্থগিত করা হলো।

একই সঙ্গে এসব মামলা আমলে নেওয়ার আদেশ কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

আজ মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ মিফতাহ উদ্দীন চৌধুরীর ও বিচারপতি এ এন এম বসির উল্ল্যাহর সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ এই স্থগিতাদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান কবির।

এ বিষয়ে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন, খালেদা জিয়াকে হয়রানি করতে সরকার এসব মিথ্যা মামলা দায়ের করে। এসব মামলা বিচারিক আদালত আমলে নিয়েছেন। এর বৈধতা চ্যালেঞ্জ করে রিট করলে আদালত মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন।

আজকের তিনটিসহ গত দুমাসে বিভিন্ন সময়ে মোট ১১টি নাশকতা, গাড়ি ভাংচুরের মামলা স্থগিত করা হয়। একই সঙ্গে এসব মামলা আমলে নেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়।

২০১৫ সালের ফেব্রুয়ারিতে রাজধানীর দারুস সালাম, যাত্রাবাড়ী থানায় এসব মামলা দায়ের করা হয়।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ