শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


জুমার পূর্বের সুন্নাত ছুটে গেলে কী করবেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jamat jumma

আওয়ার ইসলাম : জুমার পূর্বের চার রাকাত সুন্নাত জুমার পূর্বে আদায় করতে না পারলে কি জুমার পরে আদায় করতে হবে?
উত্তর হলো,  জুমার পূর্বের চার রাকাত সুন্নাত জুমার পূর্বে আদায় করা সম্ভব না হলে তা জুমার পরে আদায় করতে হবে। তবে এ ক্ষেত্রে উত্তম হল, জুমার পরের ছয় রাকাত আদায় করার পর আদায় করা। ছয় রাকাতের পূর্বে আদায় করাও জায়েজ আছে।

উত্তর দিয়েছেন : মুফতী মুতীউর রাহমান, প্রধান মুফতী ও শায়খে সানি, দারুল কুরআন চৌধুরীপাড়া মাদারাসা।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ