শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


স্বাধীনতা দিবস উপলক্ষে সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kumilla5আওয়ার ইসলাম: মাদরাসায়ে আশরাফুল উলুম ময়নামতি কুমিল্লা’র ‘উদ্যোগে দেশপ্রেম ও স্বাধীনতার প্রতীক আলেম সমাজ’ শীর্ষক সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আগামী ২২ মার্চ অনুষ্ঠিত হবে। সকাল ৮ টা থেকে শুরু হওয়া সৃজনশীল অনুষ্ঠানটি শেষ হবে সন্ধ্যা ৬ টায়।

চান্দিনা আল আমিন মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ মাহবুবুর রহমান আশারাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন পীরে কামেল, শাইখুল হাদিস আল্লামা নূরুল হক।

অনুষ্ঠানে উন্মুক্ত প্রতিযোগিতার মধ্যে রয়েছে কুরআন তেলাওয়াত, হামদ-নাত বা ইসলামী সঙ্গীত, কবিতা আবৃত্তি এবং বক্তৃতা। প্রতিটি বিভাগে তিনটি পুরস্কারসহ অংশগ্রহণকারী প্রত্যেককে দেয়া হবে সান্ত্বনা পুরস্কার।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক চিন্তক আলেম, সমাজ ও রাষ্ট্র বিশ্লেষক আল্লামা উবায়দুর রহমান খান নদভী এবং বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জামিয়া আহলিয়া রামপুরা ঢাকা’র সিনিয়র মুহাদ্দিস লেখক ও গবেষক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন।

অনুষ্ঠানে আমন্ত্রিত আলোচকদের মধ্যে রয়েছেন, দৈনিক আমার বার্তার সহকারী সম্পাদক মাসউদুল কাদির, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক হুমায়ুন আইয়ুব, মাদরাসায়ে ইসলামিয়া দারুল উলুম কুমিল্লা’র মুহতামিম মুফতি মুশতাকুন্নবী কাসেমী, ড. মুহাম্মদ আবদুল মালেক, মুফতি শামছুল ইসলাম জিলানী, বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক মুফতি আমজাদ হোসাইন, প্রফেসর মুনীরুজ্জামান, মুফতি নাঈমুল ইসলাম প্রমুখ।

পবিত্র কুরআনে কারীম তেলাওয়াত করবেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত কারী মুহাম্মদ সাইদুল ইসলাম আসাদ। সঙ্গীত পরিবেশন করবেন স্বর্ণপদকপ্রাপ্ত সঙ্গীত শিল্পী আবু রায়হান।

অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রন জানিয়েছেন মাদরাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ আনিছুর রহমান আশরাফী।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ