বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


আজ নামবে বইপ্রেমীর ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Image may contain: 1 person, standing and outdoor

আওয়ার ইসলাম: মাসব্যাপী ‘অমর একুশে গ্রন্থমেলা ২০১৭’র শেষ দিন আজ। বইমেলাজুড়ে আজ থাকবে বইপ্রেমীর ঢল। হাতে হাতে থাকবে বই। দেখাদেখির সময় শেষ করে এসে আজ সবাই বই কেনায় মগ্ন থাকবেন।

শেষ দিন বইপ্রেমীদের সুবিধার্তে গ্রন্থমেলার সময় ৪ ঘন্টা বাড়ানো হয়েছে। আজ বিকেল ৩টার পরিবর্তে সকাল ১১টায় শুরু হবে এবং চলবে একটানা রাত সাড়ে ৮টা পর্যন্ত।

প্রকাশকদের দাবির মুখে সমাপনী দিনে মেলা ৪ ঘন্টা বাড়ানো হয়েছে। এতে যেসব পাঠক এখনও মেলায় আসতে পারেননি, তারা ৪ ঘন্টা সময় বেশি পাবেন।

একাডেমির মূল মঞ্চে সন্ধ্যা সাড়ে ৬টায় অমর একুশে গ্রন্থমেলার ২০১৭-এর সমাপনী অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ ইব্রাহীম হোসেন খান। সভাপতিত্ব করবেন ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম।

rokon2

শুভেচ্ছা বক্তৃতা দেবেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। গ্রন্থমেলার প্রতিবেদন উপস্থাপন করবেন গ্রন্থমেলা উদযাপন কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ।

শেষদিন থাকবে লেখক পাঠক মিলনমেলাও। আজ অধিকাংশ লেখকই শেষবারের মতো মেলায় অবস্থান করবেন। ভক্ত পাঠকদের অটোগ্রাফ দেবেন। শ্রদ্ধা ভালোবাসায় ভরে উঠবে বইমেলা।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ