শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


ভারতে লস্কর-ই-তৈয়্যবার ‘স্যারজিক্যাল এ্যাটাক’!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

lashkar-e-taiba-22আওয়ার ইসলাম :  লস্কর-ই-তৈয়্যবার প্রধান হাফেজ মোহাম্মদ সাঈদ এবার ভারতে প্রকৃত স্যার্জিক্যাল এ্যাটাকের দাবি করলেন। নতুন প্রকাশিত এক অডিও ভাষণে তিনি দাবি করেন, পাকিস্তানি মুজাহিদগণ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের আখনুর এলাকায় আক্রমণ করে ৩০ ভারতীয় সৈন্য হত্যা করেছে।

তিনি বলেন, ভারত স্যার্জিক্যাল এ্যাটাকের কথা প্রচার করে বেড়াচ্ছে। প্রকৃত স্যার্জিক্যাল এ্যাটাক করেছে মুজাহিদরা।

তিনি আরও বলেন, মুজাহিদরা আপনাদের জানান দিচ্ছে প্রকৃত সার্জিক্যাল হামলা আসলে কী। আমি মাত্র দু'দিন আগের সার্জিক্যাল হামলার কথা বলছি। যা জম্মুর মতো জায়গায় করা হয়েছে যেখানে নাকি কেউ ঢুকারও সাহস করে না। চারজন যোদ্ধা সেনাক্যাম্পে ঢুকে দশটি কক্ষ ধ্বংস করে দিয়েছে এবং ৩০ জন সেনা নিহত হয়েছে। ক্যাম্প ধ্বংস করে পুড়িয়ে দিয়ে তারা চারজনই নিরাপদে ফিরে এসেছে। এটাই প্রকৃত সার্জিক্যাল হামলা।

সূত্র : হিন্দুস্তান টাইমস

-এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ