শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


'শুধু সার্টিফিকেট নয়, আলোকিত মানুষ গড়তে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mayaআওয়ার ইসলাম: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, সার্টিফিকেট কেন্দ্রীক শিক্ষা নয়, আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে  শিক্ষার্থীদের সঠিক পাঠগ্রহণে উদ্বুদ্ধ ও উৎসাহিত  করতে হবে।

আজ শনিবার চাঁদপুর গণি মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

শিক্ষাঙ্গনে শিক্ষক, ছাত্র, অভিভাবকসহ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, সন্তানদের লেখাপড়া, সঙ্গী নির্বাচন ও সঠিক পথে রাখতে অবিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানের আহ্বায়ক চাঁদপুর পৌরসভার মেয়র নাসির উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি এমপি, নুরজাহান বেগম মুক্তা এমপি, আওয়ামী লীগের দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সাবেক কৃতি শিক্ষার্থী ডা. আব্দুল গফুর, মুক্তিযোদ্ধা হানিফ পাটওয়ারী, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুল আমিন, সাবেক এমপি শফিকুর রহমান কিরন, সমাজ সেবক মহীউদ্দিন পাটওয়ারী, ডাক্তার তাহমিনা আক্তারসহ সাবেক গুণী শিক্ষার্থীদের সম্বর্ধনা দেওয়া হয়।

ডিএস


সম্পর্কিত খবর