শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


হজের কোটা পদ্ধতি প্রত্যাহার করার সিদ্ধান্ত সৌদির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hajj-2আওয়ার ইসলাম: হজে কোটা পদ্ধতি বাতিল করার সিদ্ধান্ত নিচ্ছে সরকার। শুক্রবার এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করেছে বলে জানা যায়।

ডনের এক প্রতিবেদন বলা হয়, হজ সুপ্রিম কমিটির চেয়ারম্যান মুহাম্মদ বিন নায়েফের তরফ থেকে কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অনুমোদন হয়।

মক্কায় পবিত্র হারাম শরিফের সম্প্রসারণ কাজের জন্য বিভিন্ন দেশ থেকে আসা এবং অভ্যন্তরীণ হাজীদের জন্য কোটা নির্ধারণ করেছিল সৌদি আরব। এর ফলে ইচ্ছা থাকলেও এতদিন সবাই হজে অংশ নিতে পারতেন না।

কোটা পদ্ধতি প্রত্যাহার করায় এ বছর থেকে জনসংখ্যার অনুপাতে শতভাগ হজপ্রত্যাশী হজ পালন করতে পারবেন।

জানা যায়, ১০ শতাংশ কোটা পদ্ধতি থাকার কারণে গত বছর এক লাখ এক হাজার বাংলাদেশি পবিত্র হজ পালনের সুযোগ পেয়েছিলেন। কোটা পদ্ধতি না থাকায় এ বছর এক লাখ ২৭ হাজার বাংলাদেশি হজ পালন করবেন বলে আশা করা হচ্ছে।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ