শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


ফিলিপাইনে 'আনসারুল খলিফার' প্রধান নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

philipine2আওয়ার ইসলাম: ফিলিপাইনের ইসলামপন্থী সশস্ত্রদল 'আনসারুল খলিফার' প্রধান মোহাম্মদ জাফরকে হত্যা করেছে দেশটির সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

বুধবার মধ্যরাতের  কিছুক্ষণ পরে দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের একটি উপকূলীয় রিসোর্টে মাগুইডের অবস্থানের সন্ধান পেয়ে সেখানেই তাকে গুলি করে হত্যা করা হয়।

পুলিশের এক প্রতিবেদনের বরাতে বৃহস্পতিবার এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

পুলিশ জানিয়েছে, তিনজন সহযোগীকে আটকের পর মধ্যপ্রাচ্য ভিত্তিক আইএস সমর্থিত দল আনসারুল খলিফার প্রতিষ্ঠাতা মাগুইডের সন্ধান জানতে পারে পুলিশ।

ফিলিপিনো সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত মিন্দানাওয়ে সক্রিয় বিভিন্ন ইসলামী সশস্ত্র দলের অন্যতম আনসারুল খলিফা। কয়েক দশকের পুরনো বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী দলটির দাবি তাদের এক লাখ ২০ হাজারেরও বেশি সংখ্যক বিদ্রোহী রয়েছেল।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ