শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


এমপি লিটন হত্যা মামলায় গ্রেফতার আরও ১৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

litonআওয়ার ইসলাম: দুর্বৃত্তদের ছোড়া গুলিতে নিহত গাইবান্ধা ১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে।

রবিবার রাত পৌনে ১২টার দিকে সুন্দরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন লিটনের বড় বোন তাহমিদা বুলবুল কাকলী।

মামলায় অজ্ঞাত ৪/৫ জনকে আসামি দেখানো হয়েছে। এর আগে রবিবার রাত ৮টার দিকে তিনি একপাতার একটি এজাহার সুন্দরগঞ্জ থানার ওসি মো. আতিয়ার রহমানের কাছে দায়ের করেন।

এদিকে, মামলার পর পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন আরও ১৪ জনকে আটক করেছে। এ নিয়ে সোমবার সকাল পর্যন্ত লিটন হত্যা মামলার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ৩২ জনকে আটক করা হয়। রবিবার দুপুর পর্যন্ত ১৮ জনকে আটক করা হয়।

সুন্দরগঞ্জ থানার ওসি মো. আতিয়ার রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ''লিটনের বড় বোন তাহমিদা বুলবুল কাকলী বাদী হয়ে এজাহার দায়ের করেন। পরে এজাহারের কিছু প্রক্রিয়া শেষে রাতেই মামলা দায়ের করা হয়। ''

জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল ফারুক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ''মামলার আগে ১৮ জন ও মামলার পরে অভিযান চালিয়ে আরও ১৪ জনকে আটক করা হয়েছে। এ পর্যন্ত ৩২ জনকে আটক করা হয়েছে। আটকদের কাছে হত্যার ঘটনার তথ্য উদঘাটনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ''

তিনি আরও জানান, ''তদন্তের স্বার্থে আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানানো যাচ্ছেনা। হত্যার সঙ্গে জড়িত মূল হোতাসহ দুর্বৃত্তদের আটক করতে পুলিশের কয়েকটি টিম বিশেষ অভিযান চালাচ্ছে। ''


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ