শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


কেজরিওয়ালকে লক্ষ করে জুতা নিক্ষেপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের উদ্দেশ্যে আজ এক যুবক জুতো নিক্ষেপ করে। ওই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। কেজরিওয়াল আজ (রোববার) বিজেপিশাসিত হরিয়ানার রোহতকে নোট বাতিল ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করতে এক জনসভায় উপস্থিত ছিলেন। এ সময় তাকে লক্ষ্য করে বিকাশ নামে এক যুবক জুতো নিক্ষেপ করে।

আম আদমি পার্টির সমর্থকরা দ্রুত ওই যুবককে ধরে ফেলে তাকে গণপিটুনি দেয় এবং পরে পুলিশ তাকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে যায়।

দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনিষ সিসোদিয়া যখন নোট বাতিল ইস্যুতে প্রধানমন্ত্রীকে টার্গেট করে তীব্র সমালোচনায় মুখর হন সেসময় ওই যুবক ক্ষুব্ধ হয়ে কেজরিওয়ালের উদ্দেশ্যে জুতো নিক্ষেপ করে।

ওই ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। টুইটারে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমি বলেছিলাম মোদিজি কাপুরুষ। আজ নিজের চামচা দিয়ে জুতো ছুঁড়িয়েছেন। মোদিজি, আমরাও এ রকম করতে পারি কিন্তু আমাদের মুল্যবোধ, সংস্কৃতি এ সবের অনুমতি দেয় না।’

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের প্রতি জুতা নিক্ষেপকারী বিকাশকে পুলিশের হাতে সোপর্দ

তিনি বলেন,‘মোদিজি আপনি জুতো নিক্ষেপ করান অথবা কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই দিয়ে রেইড করান নোট বাতিলের ঘটনা দুর্নীতি এবং সাহারা, বিড়লা থেকে ঘুষ প্রদানের সত্যতা নিয়ে বলতেই থাকব।’

রোহতকে অরবিন্দ কেজরিওয়াল আজ বলেন, ‘গত ৫০ দিন ধরে নোট বাতিলের ফলে সকলেই খুব কষ্টে রয়েছেন এবং এটা মোদির সবচেয়ে বড় দুর্নীতি। মোদি বলেন, আমি ভোট চাইতে আসিনি, আমার কাজ দেশ বাঁচানো। কিন্তু আমি বলছি-  মোদি দেশকে ধ্বংস করে দেবেন।’

আজ রোহতকের ওই সমাবেশে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ছাড়াও উপ-মুখ্যমন্ত্রী মনিষ সিসোদিয়া, দিল্লির বেশ কয়েকজন মন্ত্রী এবং বিধায়ক উপস্থিত ছিলেন।

সূত্র: পার্সটুডে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ