বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ।। ৫ বৈশাখ ১৪৩১ ।। ৯ শাওয়াল ১৪৪৫


হাবীবুল্লাহ সুফীর রহ. স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

moulavibazarএহসান বিন মুজাহির: মৌলভীবাজার জেলার দক্ষিণ-পূর্ব অঞ্চলের নিভৃতচারী বুজুর্গ হজরত হাবীবুল্লাহ সুফীর রহ. জীবন ও কর্ম নিয়ে হামমাদ রাগিব ও জায়েদ আল হাফিজের যৌথ সম্পাদনায় প্রকাশিত নিভৃত পল্লির নীরব সাধক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

এ উপলক্ষে বুধবার (২৮ ডিসেম্বর) বিকালে রাজনগর কামারচাক ইউনিয়নের মৌলভীচক মিলের বাজারে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

স্মারকগ্রন্থের প্রকাশনা সংগঠন হিলফুল ফুযুল মৌলভীচক কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সংগঠনটির সভাপতি মৌলভী জুবায়ের আহমদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন রাজনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বিলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুল হান্নান চিনু। মাওলানা ফয়ছল আহমদ ও হামমাদ রাগিবের যৌথ উপস্থাপনায় আলোচনায় অংশগ্রহণ করেন মাওলানা শায়খ ফজলুর রহমান, মাওলানা জিয়া উদ্দীন ইউসুফ, মাওলানা আবদুল মালিক, মাওলানা জিল্লুর রহমান, মাস্টার মুহিবুর রহমান, কবি আযাদ আবুল কালাম, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা কামরান, মাওলানা রাসেল প্রমুখ।

সভায় আলোচকগণ বলেন, সুফী সাহেব রহ. ছিলেন নবীওয়ালা আখলাকের বাস্তব নমুনা। আমাদের ব্যক্তিজীবনকে পরিশুদ্ধ করতে হলে তাঁর মতো বুজুর্গদের জীবনাচার ফলো করা অপরিহার্য। এর জন্য চাই তাঁর জীবন সম্পর্কে জানা। প্রসঙ্গত হজরত হাবীবুল্লাহ সুফী সাহেব রহ. আটারশ শতাব্দীর শেষ দশকের কোনো এক সময়ে মৌলভীচক গ্রামে জন্মগ্রহণ করেন। অর্ধশতাব্দীরও বেশি সময় কুলাউড়ার কর্মধা জামিয়ায় ইলমে দীন শিক্ষা প্রদান করেন। পাশাপাশি সাধারণ মানুষের ধর্মীয় জীবনে নানা অবদান রাখেন। দুহাজার নয় সালে মহান এই বুজুর্গের ইনতেকাল হয়।’

এআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ