শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


মুসলিমদের জন্য সান্তাটুপি হারাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

santa_cap

ওমর শাহ: ইন্দোনিশিয়ার আলেমরা ফতোয়া জারি করেছেন, বড় দিনে মুসলিমদের সান্তাটুপি ও বড়দিনের সঙ্গে সম্পর্কীয় যে কোন ধরনের পোশাক পরিধান হারাম। ইসলাম ধর্মে এর অনুমতি নেই বলে তারা দাবি করেন।

ইন্দোনেশিয়ার উলামা কাউন্সিল থেকে এক বিবৃতিতে বলা হয়, বড়দিনে খৃস্টানদের উৎসব করার অধিকার রয়েছে। তাদের সম্মান করাও উচিত। তবে এতে অংশ নেওয়া যাবে না। ইসলামে এর কোন অনুমোদন নেই।

উলামা কাউন্সিল দেশটির সরকারের কাছে দাবি করেন, সরকার যেন বিষয়টির প্রতি নজর রাখে সেই সঙ্গে যারা এতে অংশ নিবে তাদের গ্রেফতার করে শাস্তি দেওয়ারও দাবি জানান।

এ ফতোয়ার পর দেশটিতে পুলিশবাহিনী বড়দিনে মুসলিমদের অংশ গ্রহণের বিষয়ে তৎপরতা বাড়িয়ে দিয়েছে।

সূত্র : ডেইলি জাসারাত


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ