শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


জয় ললিতার শোকে মৃতের সংখ্যা বাড়ছেই; ২৮০ থেকে এখন ৪৭০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

joi_lolitaআওয়ার ইসলাম: ঘণ্টায় ঘণ্টায় বেড়ে চলেছে মৃতের সংখ্যা। এ যেন কোনও ভয়াবহ দুর্ঘটনা বা প্রাকৃতিক বিপর্যয়ের পরবর্তী ডেথ টোল।

মৃত্যুমিছিল আরও দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিত রয়েছে। শনিবারই এআইএডিএমকে জানায় তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতার প্রয়াণে শোকাহত হয়ে মৃত্যু হয়েছে ২৮০ জনের। একদিনের মাথায় সেই সংখ্যাটা বেড়ে হল ৪৭০। মৃতদের পরিবারপিছু ৩ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে এআইএডিএমকে।

দিন চারেক আগে এই সংখ্যাটা জানানো হয়েছিল ৭৭। যেটা শনিবার হয় ২৮০। রবিবার দলের তরফে বিবৃতি দিয়ে জানানো হল এই সংখ্যাটা বেড়ে ৪৭০-এ ঠেকেছে। জয়ললিতার জীবনাবসানের শোকে মৃত ১৯০ জনের একটি তালিকা এদিন প্রকাশ করা হয়েছে। মৃতদের পরিবারের প্রতি সমবোদনা জানিয়ে পরিবার পিছু ৩ লাখ টাকা দেওয়া হবে বলেও জানানো হয়। বিবৃতিতে দাবি করা হয়েছে, ৫ ডিসেম্বর তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণের পর থেকে ৬ জন আত্মহত্যার চেষ্টা করেছেন।

এর আগে দলের তরফে ঘোষণা করা হয়েছিল, জয়ললিতার মৃত্যুর খবর শুনে যারা আত্মহত্যার চেষ্টা করেছেন এবং যারা নিজেদের আঙুল কেটে দিয়েছেন, তাদের ৫০,০০০ টাকা করে দেওয়া হবে।

সূত্র: এই সময়


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ