মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


রোহিঙ্গা ইস্যুতে ‘সুজুকি কাপ’ থেকে নাম প্রত্যাহারের চিন্তা মালয়েশিয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

suzuki-cup-2016আওয়ার ইসলাম: শনিবার থেকে শুরু হতে যাওয়া মিয়ানমার ও ফিলিপাইন্সে একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহারের চিন্তা করছে মালয়েশিয়া। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকারের চলমান হত্যাযজ্ঞের প্রতিবারে দেশটি ওই টুর্নামেন্ট থেকে নিজেদের প্রত্যাহার করতে পারে।

সম্প্রতি মালয়েশিয়ার ধর্মীয় নেতার আহবানে সাড়া দিয়েই এমন চিন্তা করছে দেশটির ফুটবল সংস্থা। মালয়েশিয়ার ওই মুসলিম নেতার প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উত্থাপন করলে সেখানে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মালয়েশিয়ার যুব ও ক্রীড়ামন্ত্রী খায়রি জামালউদ্দিন বুধবার টুইটারে ঐ ধর্মীয় নেতার আহ্বান সংক্রান্ত একটি সংবাদ শেয়ার করে লিখেন, ‘গত সপ্তাহে মন্ত্রী পরিষদের বৈঠকে আমি বিষয়টি আলোচনার জন্য উঠিয়েছিলাম৷ এই সপ্তাহে আবারও বিষয়টি তুলবো৷’ শুক্রবার এই বৈঠক হওয়ার কথা৷

আসিয়ান ফুটবল ফেডারেশনের আয়োজনে শনিবার থেকে ‘সুজুকি কাপ’ প্রতিযোগিতা শুরু হয়েছে৷ শনিবার মিয়ানমারের ইয়াঙ্গুনে মিয়ানমারের সঙ্গে মালয়েশিয়ার খেলা হওয়ার কথা৷

উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাত থেকে বাঁচতে শত শত রোহিঙ্গা বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে৷ গতমাসের ৯ তারিখ রোহিঙ্গাদের একটি বিদ্রোহী গোষ্ঠী (যাদের মিয়ানমার সরকার বিদেশে ইসলামি জঙ্গিদের সঙ্গে জড়িত বলে মনে করে) দেশটির কয়েকটি সীমান্ত ফাঁড়িতে হামলা চালায়৷ এরপর রাখাইন রাজ্যের মাউংদাও এলাকায় মিয়ানমার সেনাবাহিনী অভিযান শুরু করে৷ এতে এখন পর্যন্ত কমপক্ষে ৮৬ জন নিহত হয়েছে বলে জানা গেছে৷ গৃহহীন হয়েছে প্রায় ৩০ হাজার মানুষ৷ এছাড়া মিয়ানমারের সেনাদের বিরুদ্ধে সংখ্যালঘু নারীদের যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে৷

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ