শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


হ্যাকিংয়ের মাধ্যমে হারানো হয়েছে হিলারিকে: দাবি বিজ্ঞানীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hillary-clinton-012আওয়ার ইসলাম: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী হিলারি ক্লিনটনের পাওয়া ভোট পুনরায় গণনা করতে আহ্বান জানানো হয়েছে। হিলারির প্রচার শিবিরের প্রতি একদল শীর্ষ কম্পিউটার বিজ্ঞানী এ আহ্বান জানান বলে সিএনএনের খবরে বলা হয়। তবে সব অঙ্গরাজ্যের ভোট গণনা নয়। কেবল উইসকনসিন, মিশিগান ও পেনসিলভানিয়ার অঙ্গরাজ্যের ভোট গণনা করতে এ আহ্বান। এসব অঙ্গরাজ্যে ইলেক্টোরাল ভোট ছিল যথাক্রমে ১০, ১৬ ও ২০। প্রতিটিতে জিতেছেন ডোনাল্ড ট্রাম্প।

কম্পিউটার বিজ্ঞানীরা এ তিন অঙ্গরাজ্যের ভোটে কারসাজি বা হ্যাক করার প্রমাণ পেয়েছেন বলে দাবি করেছেন। এসব প্রমাণ তাঁরা গত বৃহস্পতিবার হিলারির শীর্ষ সহযোগীদের কাছে উপস্থাপন করেছেন।

বিজ্ঞানী দলের একজন জে অ্যালেক্স হালদারম্যান। তিনি ইউনিভার্সিটি অব মিশিগান সেন্টার ফর কম্পিউটার সিকিউরিটি অ্যান্ড সোসাইটির পরিচালক। তিনি হিলারির প্রচার শিবিরকে সূত্রের বরাত দিয়ে বলেন, এসব কাউন্টিতে কাগজে ভোটের তুলনায় ইলেকট্রনিক ভোট কম পেয়েছেন হিলারি, যা সন্দেহজনক।

বিজ্ঞানীদের এই দল হিলারির প্রচার শিবিরের চেয়ারম্যান জন পোদেসতা, শিবিরের জেনারেল কাউন্সেল মার্ক ইলিয়াসকে জানায়, ওসব কাউন্টিতে হিলারি কাগজে ভোটের তুলনায় ৭ শতাংশ ইলেকট্রনিকস ভোট কম পেয়েছেন, যা সম্ভবত হ্যাকের কারণে হয়ে থাকতে পারে।

ওই দলটি পোদেসতা ও ইলিয়াসকে বলেন, যখন তাঁরা হ্যাকিংয়ের প্রমাণ পাচ্ছিলেন না, তখন তাঁরা বিষয়টি স্বাধীনভাবে পর্যালোচনার প্রয়োজন মনে করেন।

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ