শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


তিন সমস্যায় জর্জরিত বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

report_pageআওয়ার ইসলাম: দুর্নীতি, মত প্রকাশের স্বাধীনতা ও নিরাপত্তার ঘাটতি- এই তিনটিকে বাংলাদেশের প্রধান সমস্যা বলে মনে করেন তরুণ সমাজ।

সুইজারল্যান্ডভিত্তিক গবেষণা সংস্থা বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা ডব্লিউইএফ) একটি জরিপে দেশের তরুণদের এ মতামত উঠে এসেছে।

'গ্লোবাল শেপার্স সার্ভে-২০১৬' শীর্ষক জরিপভিত্তিক ওই প্রতিবেদনটি ৯ নভেম্বর সারা বিশ্বে প্রকাশ করা হয়।

এ বছর প্রতিটি দেশের জন্য আলাদা প্রতিবেদন ও বিশ্লেষণ দেয়া হয়েছে।

জরিপে বিশ্বের ১৮৭টি দেশের ২৬ হাজার ৬১৫ তরুণ অংশ নেন, যাদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে।

এদের মধ্যে বাংলাদেশ থেকে ৬৭২ জন অংশগ্রহণ করেন। এতে নারী ছিলেন ২৭৭ আর পুরুষ উত্তরদাতা ছিলেন ৩৯৪ জন।

বাংলাদেশী তরুণরা রাজনীতি, অর্থনীতি, মূল্যবোধ, প্রযুক্তি ও কর্মসংস্থান নিয়ে নিজেদের মতামত দিয়েছেন।

বাংলাদেশের তরুণেরা সরকারের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহির অভাব বা দুর্নীতি, রাজনৈতিক স্বাধীনতার অভাব এবং সুরক্ষা ও নিরাপত্তার ঘাটতিকে দেশের সবচেয়ে বড় তিন সমস্যা বলে মত দিয়েছেন।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ