শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


ওমরাহ’র জন্য আর লাগবে না ফি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Haj-Top20160803120119আওয়ার ইসলাম: বিশ্বজুড়ে ওমরাহ করতে ইচ্ছুক যাত্রীদের এখন থেকে আর ফি লাগবে বলে জানিয়েছে। সৌদি আরবের উচ্চপদস্ত কর্মকর্তাদের একটি বৈঠকে এ সিদ্ধান্ত নেয় সরকার।

এ সিদ্ধান্তের কারণে সৌদি দূতাবাসগুলো এখন ওমরাহ যাত্রীদের থেকে অতিরিক্ত ২ হাজার রিয়াল আদায় করবে না। এ আদেশ বিশ্বের সব দেশের সৌদি দূতাবাসগুলোর কাছে পাঠানো হয়েছে।

আরব গণমাধ্যম সূত্রে জানা যায়, সৌদি আরবের মজলিসে শূরার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়, আরোপিত ওমরাহ ভিসা ফি  দুহাজার  রিয়াল মওকুফ করা হয়েছে। কর্র্তৃপক্ষ মজলিসে শূরার সিদ্ধান্তের ভিত্তিতে এর বাস্তবায়নও শুরু করে দেয়।

সৌদি সরকারের ওমরাহ ভিসা ফি তুলে নেয়ার সিদ্ধান্তের পর সারাবিশ্বের সৌদি আরবের দূতাবাসগুলো ওমরাহকারীদের থেকে দুহাজার রিয়াল ফি উসুল করবে না।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ