বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
‘মানতিক; যুগের চাহিদার সাথে মিলে না’ এ ধরেণের কথা অযৌক্তিক: মুফতি হিফজুর রহমান দাওরায়ে হাদিসের ফলাফল নজরে সানীর আবেদনের সময় বাকি ৩ দিন  বৃষ্টি প্রার্থনায় জামিয়াতুল আবরার রাহমানিয়ায় ‘সালাতুল ইস্তিসকা’  আদায় হাসপাতালে সৌদি বাদশাহ সালমান সোস্যাল মিডিয়ায় প্রচারিত পাঠ্য তালিকার সাথে বেফাকের পাঠ্য তালিকার সম্পর্ক নেই: বেফাক সৈয়দপুরে তাপদাহে অতিষ্ঠ মানুষ, ‘হিটস্ট্রোকে’ ১ জনের মৃত্যু স্বর্ণের দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান-পাকিস্তানের ঢাবিতে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিস্কা’র অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘বৃষ্টির জন্যে সালাত আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে—বিষয়টা তা নয়’

কারারক্ষীকে হত্যা করে ৮ বন্দির পলায়ন, ৫ কর্মকর্তা বরখাস্ত, দিল্লিতে হাই অ্যালার্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

4bkacf8cb849e7gn7p_800c450আওয়ার ইসলাম: ভারতের মধ্য প্রদেশের ভোপাল কেন্দ্রীয় কারাগার থেকে প্রাচীর টপকে পালিয়ে গেছে ৮ কারাবন্দি। এ ব্যাপারে ৫ কর্মকর্তাকে কর্তব্যে গাফিলতির দায়ে বরখাস্ত করা হয়েছে। বন্দি পালানোর ঘটনায় ভারতের রাজধানী দিল্লিতে ‘হাই অ্যালার্ট’ জারি করা হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মধ্য প্রদেশ সরকারের কাছ থেকে এ নিয়ে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। আজ (সোমবার) ভোরে ওই ঘটনার কথা প্রকাশ্যে আসায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গণমাধ্যম সূত্রে প্রকাশ, কারাগার থেকে পালিয়ে যাওয়ার আগে সেখানকার রক্ষী রমাশঙ্করকে গলা কেটে হত্যা করে বন্দিরা। স্টিলের প্লেট এবং গ্লাস দিয়ে তার গলা কাটা হয়। এরপর বিছানার চাদর দিয়ে দড়ি পাকিয়ে কারাগার থেকে পালিয়ে যায় ৮ বন্দি।

পালিয়ে যাওয়া বন্দিরা নিষিদ্ধ ঘোষিত ‘ইসলামিক স্টুডেন্টস মুভমেন্ট অব ইন্ডিয়ার (‘সিমি’) সদস্য। এদের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা চলছিল। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ভুপেন্দ্র সিং বলেন, ‘কারাগারের ৫ কর্মকর্তাকে বরখাস্ত করে দেয়া হয়েছে।’ ওই ঘটনার তদন্তের নির্দেশ দেয়াসহ গোটা রাজ্যের পুলিশকে অ্যালার্ট করে দেয়া হয়েছে বলেও শ্রী সিং জানিয়েছেন।

একটি সূত্রে প্রকাশ, আজ ভোর ৩ টা থেকে ৪ টার মধ্যে কারাগারের ‘বি’ ব্লকে আটক থাকা ৮ বন্দি সেখানকার হেড কনস্টেবল রমাশঙ্করকে হত্যা করে সেখান থেকে পালিয়ে যেতে সমর্থ হয়। পালিয়ে যাওয়া বন্দিরা হল শেখ মুজিব, মজিদ, খালিদ, আকিল খিলজি, জাকির, সালিক, মাহবুব এবং আমজাদ।

পলাতক ওই বন্দিদের সন্ধান দিতে পারলে ৫ লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়েছে। তাদের ধরার জন্য পুলিশের বিশেষ টিম গঠন করা হয়েছে। রেল স্টেশন এবং বাস স্টেশনসহ বিভিন্ন জায়গায় যানবাহন থামিয়ে পুলিশের পক্ষ থেকে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে।

পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ