শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


আজ কচিকাঁচায় মুহিব খানের ‘জাগ্রত সন্ধ্যা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jagrataআওয়ার ইসলাম: রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি কাঁচা মিলনায়তনে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে জাগ্রত কবি মুহিব খানের ‘জাগ্রত সন্ধ্যা’। অনুষ্ঠানটির আয়োজন করেছে যৌথভাবে কবিকেন্দ্র ও আবৃত্তি সমন্বয় সংসদ।

এতে কবি মুহিব খানের কবিতা আবৃত্তি করবেন তরুণ আবৃত্তি শিল্পী।

 

জনপ্রিয় আবৃত্তিশিল্পী শাহ ইফতেখার তারিকের সভাপতিত্বে অনুষ্ঠানটি থাকবে দেশের বরণ্য আবৃত্তি শিল্পীদের কন্ঠে প্রেম, দ্রোহ, বেদনা-বিরহ, শোক-শক্তি প্রতিবাদ-আক্ষেপ ও জাগরণের জাগ্রত পংক্তিমালার পরিবেশিত হবে। থাকবে মুহিব খানের গানও। এছাড়াও জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের কন্ঠে সঙ্গীত আয়োজন থাকবে পুরো অনুষ্ঠানে।

অনুষ্ঠানে আবৃত্তি করবেন, ইলিয়াস হাসান, ইয়াসিন হায়দার, ইব্রাহিম কোব্বাদী, সাদ মাশফিক খান, আবু বকর সিদ্দিক জাবের, সালেহ আহমাদ, মীম সুফিয়ান, ওয়ালিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, রাকিব রায়হান, আজহার ইবনে রেজা, মুহিব হাসান, মুহিব ইমতিয়াজ, ইয়াসিন আরমান ও শাহ আহসান জাইফ।

অনুষ্ঠানে সঙ্গীত গাইবেন, খন্দকার হুসাইন আহমাদ, মাহমূদুল হাসান বাশির, হাসান নাকীব, শাহীন আলম, আব্দুল্লাহ আল মামুন, ইউসুফ বিন মুনীর, ইমরান হাসান, মাইনুদ্দীন ওয়াদূদ প্রমুখ।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ