বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


জর্ডানে ব্রাদারহুডের বিশাল জয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jordan-mbআওয়ার ইসলাম: জর্ডানের সাধারণ নির্বাচনে মুসলিম ব্রাদারহুড বড় রকমের সাফল্য পেয়েছে। জিতেছে ১৫ টি আসন। আসনসংখ্যা যদিও কম কিন্তু সার্বিক বিবেচনায় বিশ্লেখরা একে বিরাট অর্জন বলে মনে করেছেন।

পার্সেন্টিজের হিসাবে নির্বাচনে মুসলিম ব্রাদারহুড-সমর্থিত প্রার্থীরা ভোট পেয়েছে ২৪ ভাগ ভোট। তবে সমিকরণ জটিল হওয়ায় আসন পেয়েছে মাত্র ১২ ভাগ। ১৩০ আসনবিশিষ্ট জর্ডান পার্লামেন্টে তারা পেয়েছে ১৫টি। বাকিগুলো গেছে রাজপরিবারের সমর্থিত ব্যবসায়ী ও গোত্রপতিদের ভাগে।

ব্রাদারহুডের নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তা আলী আবু আল-শুক্কর বলেন, যে আইনে বুধবার এই নির্বাচন হয়েছে, তা পক্ষপাতদুষ্ট। এ ধরনের আইনের নজির বিশ্বে আর কোথাও নেই।

তারপরও তিনি তাদের ১৫টি আসনে জয়কে বিরাট সাফল্য বলে জানান।

৮ বছরের মধ্যে এই প্রথম ব্রাদারহুড নির্বাচনে অংশ নিল। তারা ২৩টি আসনে প্রাথী দিয়েছিল। ভোটার উপস্থিতি ছিল ৩৭.১ ভাগ।
এই নির্বাচনে বামপন্থী বা জাতীয়তাবাদীদের কেউ নির্বাচিত হতে পারেননি।

মিসর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতে ব্রাদারহুডের বিরুদ্ধে ব্যাপক দমনপীড়ন চললেও গ্রুপটি যে এখনো মধ্যপ্রাচ্যে ব্যাপক জনপ্রিয়, এই নির্বাচনে তা আবারো প্রমাণিত হলো।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ