শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


কাশ্মির সীমান্তে ভারত-পাকিস্তান সংঘর্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ourislam pak copyআওয়ার ইসলাম : কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। জম্মু ও কাশ্মিরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর ১২০ এমএম মর্টারের গোলা বর্ষণ করেছে পাকিস্তান।

গত মধ্যরাত থেকে পাক সেনারা পুঞ্চ সেক্টরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনা চৌকি লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে। এ কাজে হাল্কা অস্ত্র, অটোমেটিক রাইফেল, এবং ১২০ মিলিমিটার ক্যালিবারের ভারী মর্টার ব্যবহার করা হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো পক্ষের কেউ হতাহত হয়নি।

পুঞ্চের শাহপুর কান্দি এলাকায় বুধবার সূর্যোদয়ের পরও দু’পক্ষের মধ্যে গুলি বিনিময় চলছিল বলে জানা গেছে। এর আগে গত ২ সেপ্টেম্বর পাকিস্তানি সেনারা নিয়ন্ত্রণ রেখা বরাবর জম্মু জেলার আখনুর সেক্টরে ভারতীয় সেনা চৌকি লক্ষ্য করে গুলিবর্ষণ করে।

সূত্র : পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ