শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


ফিলিপাইনে বোমা হামলায় নিহত ১২, আহত ৬০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 epa05520479 A Filipino policeman stands guard as Philippine National Police (PNP) Scene of the Crime Operatives (SOCO) gather evidences on the site of an explosion at a night market in Davao city, Philippines, 02 September 2016. According to initial news reports, at least nine people were killed and 27 others were injured when an explosion hit a night market on Davao City, southern Philippines. President Rodrigo Duterte is in his home city of Davao inspecting the Davao International Container Terminal a few hours before the explosion.  EPA/CERILO EBRANO BEST QUALITY AVAILABLEআওয়ার ইসলাম: ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় শহর দাভাওতে ভয়াবহ বোমা হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো বহু মানুষ। ওই শহরেই প্রেসিডেন্ট রোদরিগো দুতেরতের বাড়ি।

শহরের স্থানীয় একটি বাজারে ওই হামলা চালানো হয়েছে। ভয়াবহ ওই হামলার পর রাজধানী ম্যানিলায় উচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ।

হামলায় কমপক্ষে ৬০ জন আহত হয়েছে। এদের মধ্যে ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দাভাও শহরের মার্কো পোলো হোটেলের সামনেই ওই হামলা চালানো হয়েছে। ওই এলাকায় নিয়মিত যাতায়াত করেন প্রেসিডেন্ট দুতেরতে। হামলার সময় তিনি ওই শহরে থাকলেও হামলায় তার কোনো ক্ষতি হয়নি।

এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। ইতোমধ্যেই পুলিশ এবং তদন্তকারীরা ওই হামলার তদন্ত শুরু করেছে।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ