শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


কাবা শরীফ থেকে অসুস্থ ১৭০ হাজি উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hajj8আওয়ার ইসলাম: ভিড়ের কারণে শ্বাস কষ্টে মক্কার গ্রান্ড মসজিদে অসুস্থ হয়ে পড়া ১৭০ হাজিকে উদ্ধার করেছে সৌদি পুলিশ। মসজিদে নামাজের সময় হঠাৎ করেই তারা অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের অনেকেই বার্ধক্য জনিত কারণে শক্তি হারান।

বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর পরিচালক ব্রিগেডিয়ার আহমদ বিন আব্দুল আজিজ বলেছেন, শুক্রবার জুমআর নামাজের সময় প্রচুর ভিড় হয়েছিল। এ সময় অনেকেই ভয়ে আহত হয়েছেন।

তিনি বলেন, বেসামরিক প্রতিরক্ষা দলের সদস্যরা হাজিদের দ্রুত উদ্ধারের পর জরুরি সেবা দিয়েছেন। এ ছাড়া সৌদি রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে সমন্বয় করে তাদেরকে নিকটস্থ সমন্বয় কেন্দ্রে পাঠানো হয়েছে।

এদিকে, হাজিদের জরুরি সেবা দেয়ার জন্য পবিত্র কাবায় বেসামরিক প্রতিরক্ষা দলের কর্মীর পরিমাণ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন আহমেদ। তিনি বলেন, তাওয়াফের সময় কেউ অসুস্থ কিংবা আহত হলে তাদের জরুরি চিকিৎসার ব্যবস্থাও নেয়া হয়েছে। এ ছাড়া জরুরি সেবা দেয়ার জন্য মক্কা গ্রান্ড মসজিদে অ্যাম্বুলেন্সসহ সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে।

সূত্র: আরব নিউজ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ