বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


ট্রাম্পকে সমর্থন দিচ্ছে আইএস!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Untitlevvd-1 copyআওয়ার ইসলাম : আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে একটি আশ্চর্য খবর দিচ্ছে কিছু সংবাদ মাধ্যম। বিভিন্ন তথ্য দিয়ে তারা দাবি করছে যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে ইসলাম বিদ্বেষী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করছে আইএস বা ইসলামিক স্টেট। ইসলামিক স্টেটের অজস্র সমর্থক বিভিন্ন জেহাদি ওয়েবসাইটে এখন ট্রাম্পের সমর্থনে সরব রয়েছে বলে দাবি করা হয়েছে সংবাদটিতে।  আইএসের বড় কর্তারা নাকি চাইছেন ট্রাম্পই ক্ষমতায় আসুন।

ইসলাম বিদ্বেষী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থনের পেছনে আইএসের যুক্তি হলো, ডোনাল্ড ট্রাম্প শুধু র‍্যাডিক্যাল ইসলামের বিদ্বেষীই নয়, জঙ্গি বা মৌলবাদী ইসলামের পাশাপাশি তীব্র মুসলিম বিদ্বেষীও বটে৷ ট্রাম্প ক্ষমতায় এলে তিনি কথামতো অভিবাসী সাধারণ মুসলিমদেরও আমেরিকা থেকে তাড়াবেন। উদার মনোভাবাপন্ন, শিক্ষিত মুসলিমরাও  ট্রাম্পের টার্গেট। এতে মার্কিন নাগরিক মুসলিমরাই  ট্রাম্পের জমানায় আমেরিকা বিদ্বেষী হয়ে উঠবেন। ট্রাম্প ক্ষমতায় এলে ধর্মীয় মেরুকরণ বাড়বে৷ বাড়বে মুসলমান বিদ্বেষও। আমেরিকার বহুজাতিক সহাবস্থানের ভাবমূর্তি ধাক্কা খাবে। ফলে উদার, শিক্ষিত মার্কিন মুসলমানদের মধ্যে ইসলামিক স্টেটের প্রতি সহানুভূতি এবং আমেরিকার বিরুদ্ধে জেহাদ বাড়বে। অজস্র শিক্ষিত মুসলিম যুবক জঙ্গি-ইসলামের খাতায় নাম লেখাবেন। এভাবে লাভ হবে আইএসেরই। বাড়বে মুজাহিদের সংখ্যা। তাই ট্রাম্প যাতে ক্ষমতায় আসেন সেজন্য অনলাইন অ্যাকাউন্ট থেকে ট্রাম্পের সমর্থনে সরব আইএস সমর্থকরা।

আইএস সমর্থকরা ছবি-সহ কখনও নিজেদের বক্তব্য পোস্ট করছে, কখনও টুইট করছে, আল্লার মেহেরবানি হবে যদি আমেরিকায় ট্রাম্প ক্ষমতায় আসে৷ একটা চূড়ান্ত ধর্মযুদ্ধ হোক। একদিকে, ট্রাম্প-পুতিন ও পশ্চিমি সভ্যতা। আরেকদিকে শুধু মুসলিমরা। দেখা যাবে কার কত দম!

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ