শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


সৌদিতে বরফের শহর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

(FILES) This file photo taken on July 20, 2016 shows Saudis playing at the indoor snow theme park "Snow City" in the Al-Othaim Mall Rabwa in the capital Riyadh. / AFP PHOTO / STRINGER / TO GO WITH AFP STORY BY Abdul Hadi Habtor

আবিদ আনজুম: সৌদি নাগরিকদের বিনোদনের উদ্দেশ্যে একটি বরফের শহর তৈরি করা হয়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদে তৈরি হয়েছে এ বরফের শহর। শহরটিতে প্রতি ঘণ্টায় ৩৫০ জন ব্যক্তি প্রবেশ করতে পারবেন।

অতিরিক্ত গরমের ফলে সৌদিতে অবস্থান অনুকূল নয়। নাগরিকদের কিছু সময়ের জন্য স্বস্তি দিতেই এ উদ্যোগ নিয়েছে রিয়াদ।

পাকিস্তানের জিও নিউজ জানিয়েছে, শহরটির পরিমাণ ৫০০০ বর্গ মিটার। এটি নির্মাণ করতে খরচ হয়েছে ১০ কোটি রিয়াল।

এখানকার তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস। যে কারণে এটাতে প্রবেশ করার জন্য লাগবে আলাদা পোশাক। যা সরবারাহ করবে কর্তৃপক্ষ।

এখানে বিনোদন ও পার্কের সব যন্ত্রপাতিই রয়েছে। প্রবেশকারীরা ইচ্ছেমতো এসব ব্যবহার করতে পারবেন। রিয়াদের গভর্নর জানান, মানুষকে গরমের হাত থেকে বাঁচাতেই তাদের এ উদ্যোগ।

(FILES) This file photo taken on July 20, 2016 shows a general view of Saudis playing at the indoor snow theme park "Snow City" in the Al-Othaim Mall Rabwa in the capital Riyadh. / AFP PHOTO / STRINGER / TO GO WITH AFP STORY BY Abdul Hadi Habtor

-জিওনিউজ উর্দু


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ