বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


‘মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা নয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

1440343030 copyআওয়ার ইসলাম ডেস্ক : শিক্ষ‍ামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা নয়। মাদ্রাসাকে জঙ্গি তৈরির কারখানা বলা যাবে না। কারণ, মাদ্রাসা যে জঙ্গি তৈরি করে এখনও পর্যন্ত আমাদের কাছে এমন কোনও তথ্য নেই। বরং ধনীর ছেলেরা যেখানে পড়ে সেখানে জঙ্গিদের দেখা গেছে।

আজ রবিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘জঙ্গিবাদ প্রতিরোধে মাদ্রাসা শিক্ষকদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

নুরুল ইসলাম নাহিদ বলেন, জঙ্গিদের উত্থান যেকোনও জায়গায় হতে পারে। তবে যেখানেই উত্থান হোক না কেন তা প্রতিরোধ করতে হবে।

জঙ্গিরা ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে মেধাবী তরুণদের বিপথে নিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘শিক্ষার্থীদেরকে ইসলাম সম্পর্কে ভালভাবে সঠিকটা জানান। কোনোভাবেই যেন তারা ভুল পথে পরিচালিত না হয়। শিক্ষার্থীদের মানবতা ও নৈতিকতার শিক্ষা দিতে হবে। জ্ঞান বিজ্ঞানের চর্চা ও ইতিহাস ঐতিহ্যের শিক্ষা দিতে হবে।’

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ