শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


এক বছর ধরে পরিকল্পনা করেছে হামলাকারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

munikhআন্তর্জাতিক ডেস্ক : জার্মানির মিউনিখ শহরে শপিং সেন্টারে নির্বিচার গুলি চালিয়ে ৯ জনকে হত্যো করেছে যে তরুণ - সে গত এক বছর ধরে ওই আক্রমণের পরিকল্পনা করেছিল, বলছেন কর্তৃপক্ষ।

জার্মান-ইরানি বংশোদ্ভূত ১৮ বছর বয়স্ক ডেভিড আলি সনবোলির কাছে একটি পিস্তল এবং ৩০০ রাউন্ড বুলেট ছিল। শুক্রবারের ওই আক্রমণের পরই সে আত্মহত্যা করে।

ব্যাভারিয়ান ক্রাইম অফিস জানাচ্ছে, পিস্তলটি অবৈধভাবে ইন্টারনেট থেকে কেনা হয়।

এই দফতর আরো জানিয়েছে, সনবোলির বাড়িতে পাওয়া জিনিসপত্র পরীক্ষা করে তার পরিকল্পনা সম্পর্কে ধারণা পাওয়া গেছে।

নিহতদের মধ্যে সাতজনের বয়সই ১৯ তার নিচে, যার মধ্যে তিন জন কসোভো, তিন জন তুরস্ক এবং একজন গ্রীস থেকে আসা।

তবে কর্তৃপক্ষ বলছে, গুলিবিদ্ধ লোকদের সুনির্দিষ্টভাবে আক্রমণের লক্ষ্যবস্তু করা হয় নি, এবং তারা কেউ বন্দুকধারীর সহপাঠীও নয়।

এ ঘটনার পর জার্মানিতে আগ্নেয়াস্ত্র বিক্রির ব্যাপারে আইনসমূহ আরো কঠোর করার কথা বলছেন জার্মানির সিনিয়র রাজনীতিবিদরা।

সূত্র : বিবিসি বাংলা

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ