fbpx
           
       
           
       
দয়া করে সরকারি খুতবা বন্ধ করুন
জুলাই ২১, ২০১৬ ২:০৫ অপরাহ্ণ

kader-siddique

আওয়ার ইসলাম: সরকারি খুতবা বন্ধ  করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।

বৃহস্পতিবার একটি দৈনিকে নিবন্ধের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রীকে এই অনুরোধ জানান।

কাদের সিদ্দিকী বলেন, স্বেচ্ছামৃত্যু মুসলমানের জন্য সবচেয়ে গুরুতর অপরাধ, না হলে গত শুক্রবার জুমার নামাজে যে খুতবা শুনেছি, একজন মুসলমান হিসেবে তার আগেই মরে গেলে ভালো ছিল।

তিনি বলেন, বায়তুল মোকারমের খুতবা শুনিনি, শুনেছি এক সাধারণ মসজিদের। তবে জেনেছি ইসলামিক ফাউন্ডেশনের কল্যাণে সারা দেশে একই খুতবা হয়েছে। এখন থেকে নাকি জুমার নামাজে সরকারি খুতবা হবে। কী বলব মাননীয় প্রধানমন্ত্রী! আপনি অবশ্যই এখন একজন অসাধারণ শক্তিশালী নেতা। আপনি ভালো করেই জানেন দেশের মানুষ আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত বা জাতীয় পার্টি করতে মসজিদে যায় না।

জুমার নামাজ আদায় করে আল্লাহর নৈকট্য পেতে মসজিদে যায়। সে দিন রাজনীতি ছাড়া আর মসজিদে কিছু হয়নি। আপনি যদি মনে করেন অমন খুতবায় দেশের বা আপনার সরকারের লাভ, তাহলে আমার কিছু বলার নেই। যে যাই ভাবুন আমি যা বলছি আপনার রক্তের ভাই কামাল, জামাল, রাসেল বেঁচে থাকলে তারাও তাই বলত। তাই মাননীয় প্রধানমন্ত্রী দয়া করে সরকারি খুতবা বন্ধ করুন।

সূত্র : শীর্ষ নিউজ

সর্বশেষ সব সংবাদ