মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ।। ৩ বৈশাখ ১৪৩১ ।। ৭ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :

মুহিউদ্দীন খানের ইন্তেকালে আঞ্জুমানের শোক প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

anjuman_ourislam24নিজস্ব প্রতিনিধি : বরেণ্য আলেম মাওলানা মুহিউদ্দীন খানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশের সভাপতি মাওলানা শাহ নজরুল ইসলাম, সহসভাপতি মাওলানা আবুল বাশার. সাধারণ সম্পাদক মাওলানা ইমদাদুল হক। আজ এক বিবৃতিতে এ শোক প্রকাশ করা হয়।

বিবৃতিতে আরো শোক প্রকাশ করেছন সংগঠনের সহসম্পাদক, মাওলানা ইনাম বিন সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মাওলানা নূরুল মুত্তাক্বীন জুনাইদ, দফতর সম্পাদক মাওলানা হারুনুর রশীদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুর রহীম, অফিস সহকারী মাওলানা মুজাহিদুল ইসলাম, মাওলানা ইবাদ বিন সিদ্দিক, মাওলানা শামছুল হক, মাওলানা ফয়জুল্লাহ প্রমুখ।

শোকবাণীতে আঞ্জুমান সভাপতি মাওলানা শাহ নজরুল ইসলাম বলেন, মাওলানা মুহিউদ্দীন খান ছিলেন উপমহাদশেরে বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, র্শীষস্থানীয় আলেম। দেশের বাইরেও রয়েছে তাঁর আলেম হিসেবে খ্যাতি। মাওলানা মুহিউদ্দীন খান বাংলায় সীরাত সাহিত্যের জনক, ইসলামি রেনেসাঁর অগ্রদূত, তাফসিরে মাআরিফুল কুরআনসহ অসংখ্য গ্রন্থের সফল অনুবাদক।

আঞ্জুমান সাধারণ সম্পাদক মাওলানা ইমদাদুল হক বলেন, ইসলামি আদর্শ প্রচার ও প্রসারে মাওলানা মুহিউদ্দীন খানের ভূমিকা ছিলো অনন্য। তিনি সবার শ্রদ্ধার পাত্র ছিলেন। তার সম্পাদিত মাসিক ‘মদীনা’ পত্রিকাটি ব্যাপক পাঠক প্রিয়তা অর্জন করেছিলো। বাংলাদেশের ঘরে ঘরে পত্রিকাটি পৌঁছেছে। আল্লাহর কাছে তাঁর মাগরিফরাত কামনা করছি। আল্লাহ যেনো তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করেন।

উল্লেখ্য, মাওলানা মুহিউদ্দীন খান ১৯ রমজান, ২৫ জুন ২০১৬ শনিবার সন্ধ্যা ৬.১০ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ