বুধবার, ৩১ মে ২০২৩ ।। ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০ ।। ১১ জিলকদ ১৪৪৪


হিজাবি বার্নিকাট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

barnikat1জাকারিয়া হারুন : হিজাবি এই নারীকে নিয়ে ফেসবুকে তোলপাড় হচ্ছে। দেখতে অবিকল মুসলিম নারী। আদতে তিনি বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

গত  ৩ রমজান ঢাকার আশুলিয়ায় আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান ‘শেফা ইনস্টিটিউটের’ এতিম মেয়ে শিশুদের সাথে ইফতার ও নৈশভোজ করেন। ক্ষণিকের জন্য তিনি তাদের একজন ভালো বন্ধু হয়ে, তাদের সঙ্গে আন্তরিক সময় কাটান।  তাদের সাথে খোশ গল্পে মেতে ওঠেন এবং সানন্দে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

তবে মুসলিম শিশুদের সঙ্গে দেখা করতে যাওয়ার আগে তিনি মুসলিমদের পোশাকই বেছে নেন। যেন ইফতারির পবিত্র পরিবেশের সঙ্গে মানিয়ে যায়।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর

 

 

 

 

barnikat2

barnikat3


সম্পর্কিত খবর