শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৫ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
শিক্ষক ও বাবুর্চি নিয়োগ দেবে রাজধানীর আল্লামা শামসুল হক রহ.মাদরাসা উপজেলা নির্বাচনে যাচ্ছে কি ইসলামি দলগুলো? পাঠ্যপুস্তকের ওপর নির্ভরশীল হয়ে স্মার্ট জেনারেশন সৃষ্টি সম্ভব নয়: শিক্ষামন্ত্রী বিচ্ছিন্নভাবে দে‌শের স্বার্থ অর্জন করার সুযোগ নেই : সেনা প্রধান স্বাস্থ্য সুরক্ষা আইন সংসদে পাশ করব : স্বাস্থ্যমন্ত্রী যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝে পড়ে ট্রাফিক কনস্টেবল আহত আ.লীগের মন্ত্রী-এমপির আত্মীয়দের উপজেলা নির্বাচনে নিষেধাজ্ঞা; অমান্য করলে ব্যবস্থা ফকিহুল মিল্লাত রহ. এর পরামর্শ -‘ফারেগিন কার সঙ্গে পরামর্শ করবে’ ঢাকায় চালু হলো চীনা ভিসা সেন্টার ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়া নিয়ে ভোট শুক্রবার

অনুপ্রাসের ইফতার ও অ্যালবামের মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

onuprash2আওয়ার ইসলাম ডেস্ক : জাতীয় সাংস্কৃতিক সংগঠন অনুপ্রাস-এর ইফতার মাহফিল ও নতুন দুটি অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের প্রধান পরিচালক আবদুল আহাদ সালমানের সভাপতিত্বে পুরানা পল্টনের খানা বাসমতিতে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বুনইয়ান আবাসন লিমিটেড এর চেয়ারম্যান মাওলানা ইমতিয়াজ আলম।

বিশেষ অতিথি ছিলেন মজলিসে দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশের আমীর প্রিন্সিপাল মাওলানা আতাউর রহমান আরেফী, ইসলামী সাংস্কৃতিক জোটের সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, মাসিক আদর্শ নারী সম্পাদক আবুল হাসান শামসাবাদী, এছাড়াও দেশবরেণ্য সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মধ্যে এইচ এম সাইফুল ইসলাম, এহসান সিরাজ, শহিদুল ইসলাম কবীর, জিয়াউল আশরাফ, আবুল আলা মাসুম, আর জে কনক, বরকতউল্লাহ লতিফ, আমীর আহমাদ, আবদুল গাফফার, আবু সুফিয়ান, কাজী আমীন, নাসীব মাহদী, শরীফুল ইসলাম, সাইফ সালমানসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অনুপ্রাসের সিনিয়র শিল্পী এনামুল কবীরের একক অ্যালবাম “স্বপ্ন” এবং শিল্পী ওবাইদুল্লাহ এর একক অ্যালবাম “নাবী মুহাম্মদ” এর মোড়ক উন্মোচন করা হয়। অ্যালবামগুলো দেশাল বিডি ডটকমে পাওয়া যাবে।

অনুপ্রাসের সহকারী পরিচালক ইয়াকুব হুসাইন সোহান এবং মিডিয়া পরিচালক ইয়াসিন আহমাদ ও সংগীত onuprashপরিচালক নেছার আহমাদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিরা সুস্থ সংস্কৃতির জগতে অনুপ্রাসের অগ্রযাত্রা কামনা করেন।নির্বাহী পরিচালক শিল্পী শরীফ মাহমুদ, আবু বকর ইমতিয়াজ, শাহাদাত হোসাইন মির্জা, মেহেদী হাসান তুহিন, শিশুশিল্পী ইমতিয়াজ রাসেল, ও মিনহাজ সংগীত পরিবেশন করেন।

অনুপ্রাসের অন্যান্য বিভাগের শিল্পীরা সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিলো রেডিও টাচ 24 ডটকম, দেশাল বিডি ডটকম ও আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম।

ইসলাম টোয়েন্টিফোর ডটকম / আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ