বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


রমজানে দিনের বেলায় হোটেল খোলা রাখা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

carnival-restaurant-dhaka-city copy

আবু সাঈদ যোবায়ের : চলছে রহমতের বসন্ত মাহে রমজান। রহমতের অপার্থিব আমেজে চারিদিক মৌ মৌ করছে।এই রহমতের মাসেও কিছু অনাকাঙ্ক্ষিত দৃশ্য চোখে পড়ে। হোটেলের বাইরে পর্দা ঝুলিয়ে ভিতরে খাবার দাবারের রমরমা আয়োজন ওগুলোর একটি। এমন পর্দা ঝুলিয়ে গোপন খাবার ব্যবসায় ইসলাম কি বলে?

মহান আল্লাহ তা,আলা বলেন, ‘এসব স্মরণ রেখ। আর কেউ আল্লাহর নিদর্শনাবলী কে সম্মান করলে এটা তো অন্তরস্থ তাকওয়া থেকেই অর্জিত হয়’।সুরা হাজ্জ, আয়াত,৩২

আর রমজান তো আল্লাহ তা’আলার নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত। রমজানের সম্মান রক্ষা করাও প্রতিটি মুসলিমের আবশ্যক কর্তব্য। তাই রমজানে দিনের বেলায় প্রকাশ্যে হোটেল খোলা রেখে ব্যবসা চালিয়ে যাওয়া অনুচিত। যারা শরীয়ত সম্মত বিভিন্ন কারণে রোযা রাখতে অক্ষম তাদেরও উচিত প্রকাশ্য খাবার দাবার পরিত্যাগ করা। তবে বিকেলে ইফতারের পূর্বে হোটেল খোলা রেখে ইফতার সামগ্রী বিক্রি করা বৈধ। এতে অসুবিধার কিছু নেই। বিস্তারিত দেখুন, ফতোয়া রহীমিয়া, প্রশ্ন নং,২৪৬।

আওয়ার ইসলাম ২৪ ডট কম / এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ