দিনাজপুরে নবাবগঞ্জ উপজেলার পিছিয়ে পড়া ৩ হাজার পরিবারের মাঝে কর্মসংস্থান সৃষ্টি ও আয়বর্ধণমূলক কর্মকান্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ প্রদান, উৎপাদনশীল সম্পদ ক্রয়ে এককালিন পূজি সহায়তা প্রদান, পরিবেশ সংরক্ষনে বৃক্ষ রোপন, বর্জ্য ব্যবস্থাপনা ও স্থানীয় অভিযোজন কৌশল বাস্তবায়ন, উন্নয়ন পরিবকল্পনায় এবং নীতি নির্ধারনী প্রতিষ্ঠানের সাথে প্রয়োজনীয় এডভোকেসি কার্যক্রম পরিচালনা করা, দূর্যোগ ঝুকি হ্রাস ও সক্ষমতা উন্নয়নে কার্যক্রম পরিচালনা করবে বেসরকারী উন্নয়ন সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশ।
ঐ সংস্থার আয়োজনে বৃস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সংস্থার সাস্টেইনেবল লাইভলিহুডস ডেভেলপম্যান্ট অব দ্যা এক্সট্রিম পুহওর কমিউিনিটিস ইন নর্দান বাংলাদেশ (সাপোর্ট) প্রকল্পের অবহিত করণ সভায় এসব তথ্য তুলে ধরে বক্তব্য দেন ঐ সংস্থার ইকোনমিক এমপাওয়ারম্যান্ট এন্ড গভারন্যান্স প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার মোঃ এনামুল হক। সহকারী কমিশনার (ভুমি) মোঃ কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান বক্তব্য দেন।
এ সময় ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার ডঃ মোঃ কামরুল ইসলাম, প্রকল্পের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, ইউ,পি চেয়ারম্যান, সুধীজন ও সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।