যশোরের আশরাফুল মাদারিস সতিঘাটাতে চলছে খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের আলোচনা সভা।
জানা যায়, আজ বৃহস্পতিবার (২৫ মে) সকালে শুরু হয় এই আলোচনা সভা।
সভা সূত্রে জানা যায়, সেখানে উপস্থিত আছেন পরিষদের সভাপতি, খুলনা দারুল উলুমের মুহতামিম মাওলানা মুশতাক আহমাদ। পরিষদের মহাসচিব, আশরাফুল মাদারিসি সতিঘাটার মুহতামিম মাওলানা নাসিরুল্লাহ।
এছাড়া উপস্থিত আছেন মাওলানা আনোয়ারুল করিম, মুফতি মুজিবুর রহমান, মুফতি গোলাম রহমান, মুফতি আ. হামিদ, মুফতি জুনাইদ, মুফতি হাফিজুর রহমান, মাওলানা উছমান গণি, মুফতি আ. সালাম ফারুকী, মাওলানা রফিকুল ইসলাম নদভী,মুফতি এরশাদুল্লাহ,মাওলানা মুহাম্মদুল্লাহ আরেফি,মাওলানা ফেরদাউসসহ আরো অনেকেই।
সংগঠনটি এরই মাঝে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে খুলানা বিভাগের ১০ জেলার মাদরাসার কওমি মাদরাসাগুলো একই সময়ে পরীক্ষা গ্রহণ, পরীক্ষা শেষে ছাত্রদের তিন দিনের জন্য তাবলিগ জামাতে পাঠানো, প্রতিটি জেলায় ভিন্ন ভিন্ন সম্মেলন, বিভাগীয় সম্মেলন এবং এতে দেশ-বিদেশের মুরব্বিদের অংশগ্রহণ ইত্যাদি।
কেএল/