বজ্রপাতে নিহত ১৪ জনের মধ্যে নরসিংদীতে ৫ জন, কুড়িগ্রামে ২ জন, পাবনায় ২ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ২ জন, নওগাঁয় ১ জন, পটুয়াখালীতে ১ জন ও কিশোরগঞ্জে ১ জন।
নরসিংদী
দুপুরে নরসিংদীর বিভিন্ন উপজেলায় বজ্রপাতে নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের ফকিরের চর গ্রামের সামসুন নাহার (৪৫) ও নিলক্ষা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের জাবেদ মিয়া (১২), মনোহরদী উপজেলার পাতরদিয়া গ্রামের রায়হান মিয়া (২৫), শিবপুর উপজেলার দক্ষিণ সাদারচর গ্রামের খোকন মিয়া (৩০) ও পৌর শহরের পশ্চিমকান্দাপাড়া মহল্লার শুপ্তকর (১৪)।
নিলক্ষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আক্তারুজ্জামান শামীম বলেন, মাঠে ফুটবল খেলার সময় বজ্রপাতে মারা গেছে জাবেদ। এ সময় আহত হয়েছে শিমুল, রিয়াজুল ও হাসান নামে আরও তিন কিশোর।
শ্রীনগর ইউনিয়নের ফকিরের চর গ্রামের ইউপি সদস্য জালাল উদ্দিন বলেন, জমিতে খড় আনতে গিয়ে বজ্রপাতে নিহত হন শামসুন নাহার।
দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফ মাহমুদ খাঁন বাহালুল বলেন, বাড়ির পাশের ঈদগাহ মাঠে দাঁড়িয়ে থাকা অবস্থায় বজ্রপাতে মারা যান রায়হান মিয়া।
শিবপুরের দক্ষিণ সাদারচর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে খোকন মিয়া মাঠে কাজ করছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু তিনি গুরুতর আহত হন। তাকে সেখান থেকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নিয়াজ মোর্শেদ বলেন, মাঠে কাজ করছিলেন খোকন মিয়া। এ সময় বজ্রপাতে মারা যান তিনি।
এদিকে পুকুরে গোসলে নামলে বজ্রপাতে মারা যান শুপ্তকর। তার পরিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পাবনা
পাবনার ভাঙ্গুড়া উপজেলার বেতুয়ান গ্রামে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়া ভাঙ্গুড়ার বিভিন্ন জায়গায় আরও ১৪ জন আহত হয়েছেন।
নিহত দুইজন হলেন- চাটমোহর উপজেলার সাইকোলা নদীপাড়া এলাকার মো. রুমিজ (২৮) ও শাকিল (২০)।
বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল ও ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম।
কুড়িগ্রাম
কুড়িগ্রামের ধান কাটার সময় উলিপুর ও চিলমারী উপজেলায় বিকেলে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। তারা হলেন- উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের গণক পাড়ার শাহাজালাল (৪৫) ও চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগানবাড়ী এলাকায় অবরু শেখ (৫০)।
বিষয়টি নিশ্চিত করেছেন রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য বাচ্চু মিয়া ও উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজ্জামান।
ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার দুই উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। দুপুরে নাসিরনগর উপজেলা ও বাঞ্ছারামপুর উপজেলায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, কাজ শেষে বাড়ি ফেলার পথে মারা যান নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতলা গ্রামের মোজাম্মেল হক (৩২)। তিনি ইটভাটায় কাজ করতেন। অন্যদিকে মাঠে কৃষি কাজ করার সময় মারা যান বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুরের বাসিন্দা মনু মিয়া (৪৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার ও বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একে মিত্র চাকমা।
পটুয়াখালী
পটুয়াখালীর দশমিনা উপজেলার কাটাখালী গ্রামে মাঠ থেকে গরু নিয়ে ঘরে ফেরার পথে বজ্রপাতে একজনের মৃত্যু হয়। নিহতের নাম মো. আবদুর রব হাওলাদার (৬০)। এ সময় একটি গরুও মারা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সুমন দেবনাথ।
নওগাঁ
নওগাঁর রানীনগর উপজেলার ভবানিপুর গ্রামে বিকেলে ভুট্টা ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে জামিল হোসেন (২২) নামে একজনের মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।
কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের লুইন্দা খলাপাড়া গ্রামে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম কাজী জিল্লুর রহমান (৫০)। তিনি শহরের জগন্নাথপুর লক্ষ্মীপুর মাক্কু মোল্লা ফুড কারখানায় চাকরি করতেন।
জানা গেছে, কারখানার জন্য ইট আনতে ইটভাটায় গিয়েছিলেন তিনি। ফেরার পথে বজ্রপাতে আহত হন। এ সময় স্থানীয়রা তাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসাইন।
কেএল/