জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার (২৩ মে) জিননূরাইন মহিলা মাদরাসায় জমিয়তে উলামায়ে ইসলামের কুমিল্লা মহানগরের সভাপতি মাওলানা মোস্তফা মাহমুদির সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম জমিরুদ্দিন নানুপুরী হুজুর রহ. এর খলিফা, কুমিল্লা জামিয়াতুন নুর মারকাযুস সুন্নাহ পাঠান কোট মাদরাসার মুহতামিম, সদর দক্ষিণের সভাপতি পীরে কামেল মাওলানা মোতাহের হোসাইন।
সভা সঞ্চালনা করেন জমিয়তে উলামায়ে ইসলামের কুমিল্লা মহানগরের সেক্রেটারি কুমিল্লা মাদরাসায়ে আশরাফিয়ার মুহতামিম মুফতি শামসুল ইসলাম জিলানী। আরো উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কুমিল্লা মহানগরীর সহ-সভাপতি মুফতি সুলতান আহমদ জাফরী, জেলা কেক্রেটারি মাওলানা শাহজালাল ভূইয়া, কুমিল্লা লইপুরা মাদরাসার মুহতামিম, সদর দক্ষিণের সেক্রেটারি মুফতি ইয়াকুব, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মারুফুর রহমান, মহানগরের সাংগঠনিক সম্পাদক মাওলানা মোশাররফ হোসাইন, মাওলানা সাখাওয়াত হোসাইনসহ অন্যান্য নেতাকর্মীরা।
জমিয়তের উলামায়ে ইসলাম প্রত্যোক জেলায় কর্মী সম্মেলন করার ঘোষণা দেয়। জেলা ও মহানগরে কর্মী সম্মেলন করার লক্ষ্যে আগামী ১৫ জুনে বাস্তবায়ন কমিঠির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। সভায় কুমিল্লা জেলার সকল দায়িত্বশীলদের উপস্থিতি কামনা করে এ বৈঠক সমাপ্ত হয়।
-এটি