বুধবার, ৩১ মে ২০২৩ ।। ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০ ।। ১১ জিলকদ ১৪৪৪


চরমটুয়া মাদরাসায় হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি লক্ষ্মীপুর জেলা বেফাক ও আলোর দিশারী ফাউন্ডেশনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লক্ষ্মীপুরের চরমটুয়া মাদরাসায় হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি লক্ষ্মীপুর জেলা বেফাক ও আলোর দিশারী ফাউন্ডেশনের

গতকাল (বুধবার) লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী দারুল উলূম আল আরাবিয়া চরমটুয়া মাদরাসার ছাত্র শিক্ষকদের উপর হামলা করেছে জমি দখলকারী একদল চিহ্নিত সন্ত্রাসী। এতে গুরুত আহত হন অন্তত ১৫জন মাদরাসার শিক্ষক শিক্ষার্থী।

জানা যায় দীর্ঘদিন আগ থেকেই মাদরাসা বিদ্বেষী একটি চিহ্নিত মহল অবৈধ ভাবে মাদরাসার জমি দখলের পায়তারা করে যাচ্ছে। বিষয়টি এলাকার নেত্রবৃন্দ অবগত হলে তা মিমাংসা প্রক্রিয়া চলছে। কিন্তু গতকাল হটাৎ করেই বিরোধীপক্ষ আবারো গাছ লাগিয়ে জমি দখল করতে এলে মাদরাসার ছাত্র শিক্ষকগণ বাধা দেয়। এতে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা সশস্ত্র সন্ত্রাসবাহিনী মাদরাসার উপর অতর্কিত হামলা চালিয়ে মাদরাসার ছাত্র শিক্ষকদের গুরুতর আহত করে। আহতরা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বিষয়টিকে ন্যাক্কারজনক পরিকল্পিত চক্রান্ত বলে উদ্বেগ প্রকাশ করেছেন জেলার আলেম ওলামা ও তাওহীদি জনতা। আজ বিকেলে আহতদের খোঁজ খবর ও মাদরাসা পরিদর্শন করতে গিয়ে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জেলার শীর্ষ ওলামায়ে কেরাম। এতে উপস্থিত ছিলেন কওমী মাদরাসা শিক্ষাবোর্ড বেফাক লক্ষ্মীপুর জেলার সেক্রেটারি ও বটতলী মাদরাসার মুহতামিম মুফতি মামুনুর রশীদ,  আল মুঈন ইসলামী একাডেমির মুহতামিম হাফেজ মাওলানা বশির আহমদ, আলোর দিশারী ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মুফতি মেসবাহ নূরী, জামিয়া কারিমিয়া মুহাম্মদিয়া মাদরাসার মুহতামিম আ হ ম নোমান সিরাজী, রাখালিয়া মাদরাসাতুত দাওয়ার মুহতামিম মুফতি নুরুদ্দীন, আলোর দিশারীর সহ পরিচালক হাফেজ ওজায়ের হুসাইন, অর্থ সম্পাদক মাওলানা কাউসার আহমদ, সহ অর্থ সম্পাদক হাফেজ মাওলানা রেজাউল করীম রেজা হাফেজ মাহমুদসহ লক্ষ্মীপুর জেলা বেফাক ও আলোর দিশারীর নেতৃবৃন্দ। 

এ ছাড়াও এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠ তদন্ত ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তাঁদের দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন ইত্তেফাকুল উম্মাহ পরিষদ রায়পুরের সভাপতি মাওলানা নুরুল আমীন কাসেমী, সেক্রেটারি মাওলানা লুৎফুর রহমান, রামগঞ্জ দারুস সুন্নাহ মাদরাসার মুহতামিম মাওলানা মিজানুর রহমান,  লুধুয়া মাদরাসার মুহাদ্দিস মুফতি আবদুল্লাহ, আলোর দিশারী ফাউন্ডেশন লক্ষ্মীপুরের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মুহাম্মদ আরাফাত, যুগ্ম সাধারন সম্পাদক বি এম আমির জিহাদী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল্লাহ আল নোমান।


সম্পর্কিত খবর