আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ী হুজুরের ইন্তেকালে তাহাফফুজে খতমে নবুওয়তের শোক
আজ গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী বলেন, আল্লামা শায়েখ মুহিব্বুল্লাহ গাছবাড়ী হুজুর রাহমাতুল্লাহি আলাইহি এদেশে দ্বীনি আন্দোলনে অত্যান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বর্ষীয়ান এই আলেমেদ্বীনের ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
তিনি আরো বলেন, আল্লামা শায়েখ মুহিব্বুল্লাহ গাছবাড়ী হুজুর রাহমাতুল্লাহি আলাইহি দূরদর্শী, চিন্তাশীল একজন বিজ্ঞ ইসলামী চিন্তাবিদ ও আলেমেদ্বীন ছিলেন। এদেশে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার আন্দোলনে তিনি জোরালো ভূমিকা রেখেছেন। তিনি হাদীসের উস্তাদ ছিলেন। দেশ-বিদেশে তার অসংখ ছাত্র ও শুভাকাঙ্খী রয়েছে। তাঁর মতো বিদগ্ধ একজন আলেমকে হারিয়ে আমাদের অপূরনীয় ক্ষতি হয়ে গেলো।
মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী আরো বলেন, আমি মরহুমের রুহের মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহর দরবারে দু'আ করছি, আল্লাহ মরহুমের জীবনের সকল ভুলভ্রান্তি ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম করুন, আমীন।
মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ীর ইন্তেকালে হেফাজতের শোক
হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর নায়েবে আমীর ও জামিয়া কাসিমুল উলুম দরগাহ মাদরাসার মুহতামিম মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।
আজ (১৭ মে) এক শোকবার্তায় হেফাজতের আমীর ও মহাসচিব বলেন, প্রবীণ আলেমে দ্বীন মুহতামিম মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ীর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন একজন বিশিষ্ট আলেম। ছাত্র অবস্থা থেকেই তিনি অত্যন্ত মেধাবী হিসেবে সুনাম কুড়িয়েছিলেন। তৎকালীন সময়ে তিনি ছিলেন দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর অন্যতম মেধাবী ছাত্র।
শিক্ষকতা জীবনেও তিনি দক্ষতার স্বাক্ষর রেখেছেন। দীর্ঘদিন যাবত তিনি হাদিসের দরস দিয়ে ইলমী খিদমত আঞ্জাম দিয়েছেন। একই সাথে তিনি সিলেটের অন্যতম প্রধান দ্বীনি শিক্ষাকেন্দ্র জামিয়া কাসিমুল উলুম দরগাহ মাদরাসার মুহতামিম হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। ইলমী খিদমতের মাধ্যমে তিনি হাজার হাজার আলেম-উলামা তৈরি করেছেন।
হেফাজত নেতৃবৃন্দ বলেন, মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী একই সাথে দ্বীনি আন্দোলনের সাথেও নিজেকে সম্পৃক্ত রেখেছেন। অন্যায়-অবিচার, ইসলাম ও দেশ বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে তিনি সর্বদাই সোচ্চার ছিলেন। তিনি দক্ষতার সাথে দেশের সর্ববৃহৎ ধর্মীয় অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের নায়েবে আমীরের দায়িত্ব পালন করে গেছেন।
এমন একজন প্রবীণ ও অভিজ্ঞ আলেমে দ্বীনের ইন্তেকালে দেশ ও ইলমী দুনিয়ার বিশাল ক্ষতি হয়ে গেলো। যার শুন্যতা কখনোই পূর্ণ করা সম্ভব নয়। আমরা মহান আল্লাহর দরবারে মরহুমের নাজাত ও দারাজাত বুলন্দির জন্য দোয়া করি। একই সাথে পরিবার পরিজন ও ছাত্র-মুহিব্বীনদের প্রতি আমরা সহমর্মিতা জানাচ্ছি। মহান আল্লাহ সকলকে সবরে জামীল দান করুন। আমীন।
আল্লামা শায়েখ মুহিব্বুল হক গাছবাড়ী হুজুরের ইন্তেকালে বাংলাদেশ আইম্মাহ্ পরিষদের শোক প্রকাশ
আজ গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় বাংলাদেশ আইম্মাহ্ পরিষদের মহাসচিব মাওলানা এনামুল হক মুসা বলেন, আল্লামা শায়েখ মুহিব্বুল হক গাছবাড়ী হুজুর রহ. এদেশের শীর্ষ একজন মুরুব্বি আলেমেদ্বীন। তিনি আজীবন ইসলামী শিক্ষার প্রসার, আকীদা-বিশ্বাস সংরক্ষণ এবং ইসলামী আন্দোলনের এক আপোসহীন অভিভাবকের ভূমিকা পালন করেছেন। তিনি দেশের লাখ লাখ আলেম-ওলামার উস্তাদ। তাঁর মতো বিদগ্ধ একজন আলেম অভিভাবককে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত। ইসলামের জন্য তাঁর অবদান সোনার হরফে লেখা থাকবে।
মহাসচিব আরো বলেন, ‘হেফাজতে ইসলামে সংযুক্ত থাকার মাধ্যমে তিনি আলেম সমাজ ও সাধারণ জনগণকে একত্রিত করে তীব্র গণআন্দোলন সৃষ্টি করে আল্লাহর রহমতে নাস্তিক্যবাদের আস্ফালন স্তব্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর ভূমিকা ছিলো অত্যন্ত বলিষ্ঠ। জাতির ক্রান্তিকালে তাঁর মতো প্রবীণ আলেমে দ্বীনের ইন্তেকাল হলো। ইসলাম, দেশ ও জনগণের জন্য তাঁর গৌরবোজ্জ্বল ভূমিকা আলেম সমাজ ও জাতি চিরকাল মনে রাখবে ইনশা-আল্লাহ।’
মাওলানা এনামুল হক মুসা তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে তাঁর রুহের মাগফেরাত কামনা এবং জান্নাতে উঁচু মাকামের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
কেএল/