বুধবার, ৩১ মে ২০২৩ ।। ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০ ।। ১১ জিলকদ ১৪৪৪


ঢাবির সাবেক অধ্যাপক ড. মাওলানা আলী হায়দার আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের ইসলা‌মিক স্টা‌ডিজ বিভা‌গের সা‌বেক অধ্যাপক প্রফেসর ড. মাওলানা আলী হায়দার মু‌র্শিদী ইন্তেকাল করেছেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জানা যায়, আজ শুক্রবার (৫মে) বিকাল ৫.৫৩ মিনিটে তিনি ইন্তেকাল করেন।

প্রফেসর ড. এ. আর. এম. আলী হায়দার মু‌র্শিদী ছিলেন ছারছীনা দরবারের বর্তমান পীরের ভগ্নীপতি। এছাড়া তিনি বর্তমা‌নে ঢাকা বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের ইসলা‌মিক স্টা‌ডিজ বিভা‌গের অনারা‌রিও ছিলেন।

মরহুমের বিদায়ী আত্মার রুহের মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন তার পরিবার ও ছাত্ররা।

কেএল/


সম্পর্কিত খবর