বুধবার, ৩১ মে ২০২৩ ।। ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০ ।। ১১ জিলকদ ১৪৪৪


শিক্ষাবৃত্তিসহ পুরস্কার পেলো চৌধুরীপাড়ার শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসার ৫৫শিক্ষার্থী


আবদুল্লাহ তামিম।।

আবদুল্লাহ তামিম।।
শেয়ার

রাজধানী ঢাকার শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন চৌধুরীপাড়া মাদরাসায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল শুক্রবার (১৯ মে) এ দীনি মারকাজে কওমি মাদরাসার সর্ববৃহৎ শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় পরীক্ষায় (১৪৪৩-১৪৪৪ হিজরি) মেধা তালিকায় স্থান পাওয়ায় ২২ জনকে পুরস্কৃত করা হয়।

তাদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক ও শিক্ষাবৃত্তি। এছাড়াও গত বছরের মাদরাসার বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় যারা স্থান পেয়েছেন এমন ৩৩ জনকেও পুরস্কার প্রদান করা হয়। 

জানা যায়, গতকাল মাগরিবের পর এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মসজিদ-ই নূর ও শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসার মুতাওয়াল্লি ইমাদুদ্দিন নোমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলুম বনশ্রী মাদরাসার শাইখুল হাদিস মাওলানা আসাদ আল হোসাইনি। মাদরাসার মুহতামিম মাওলানা মাহফুজুল হক কাসেমির শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। নসিহত করেন নাজেমে তা’লিমাত মাওলানা মুসলীম ‍উদ্দীন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মসজিদ-ই নূর এর খতিব, মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা খুরশীদ আলম কাসেমি, মাওলানা দেলোয়ার হোসাইন রাশেদ, মাওলানা হাবিবুল্লাহসহ মাদরাসার অন্যান্য আসাতাযায়ে কেরাম। এছাড়াও এলাকার মুরব্বিয়ানে কেরাম উপস্থিত ছিলেন। 

ওমরাহর সুযোগ

সানাবিয়া উলিয়া জামাতের ছাত্র আকবর শিকদার এবারের বেফাকুল মাদারিসিল আরাবিয়ার কেন্দ্রীয় পরীক্ষায় ১৪ তম মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছেন। প্রতিশ্রুতি অনুযায়ী আগামী সেপ্টেম্বর মাসে তাকে ওমরায় প্রেরণ করা হবে। 

নায়েবে মুতাওয়াল্লিকে বরণ

মসজিদ-ই নূর ও শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন চৌধুরীপাড়া মাদরাসার নব মনোনীত নায়েবে মুতাওয়াল্লি জনাব নেছার উদ্দিন জুম্মান কে বরণ করে নিয়েছেন মাদরাসার ছাত্র-শিক্ষকবৃন্দ। শুভেচ্ছা স্মারকের মাধ্যমে তাকেও গতকাল বরণ করে নেওয়া হয়েছে। আগামী দিনে মসজিদ মাদরাসার খেদমতে তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন। 

শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন চৌধুরীপাড়া মাদরাসার মুহাদ্দিস মুফতি এনায়েত কবির ও মুফতি হুমায়ুন আইয়ুবের যৌথ পরিচালনায় অনুষ্ঠান রাত নয়টা পর্যন্ত চলে। অনুষ্ঠানের প্রধান আলোচক শাইখুল হাদিস মাওলানা আসাদ আল হোসাইনি ছাত্র শিক্ষকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। 

শাইখুল হাদিস মাওলানা আসাদ আল হোসাইনি বলেন, কওমি মাদরাসার সূত্র দারুল উলুম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দের চিন্তা চেতনা লালন করে আমাদের এগিয়ে যেতে হবে। দীনের স্বার্থে এগিয়ে যেতে হবে। আমাদের ছাত্র জীবনের সময়টুকু যত দামী বানাতে পারবো আমাদের কর্মময় জীবন ততটাই দামী হবে। তিনি আকাবিরদের জীবনী আলোচনা করে ছাত্রদেরকে সময় নষ্ট না করার আহ্বান জানান। 

মাদরাসার মুহতামিম মাওলানা মাহফুজল হক কাসেমী বলেন, বছরের শুরুতে পুরস্কার দেওয়ার অর্থ হলো ছাত্রদেরকে সজাগ করে তোলা। সবার জন্য পুরস্কার বৃত্তির ব্যবস্থা থাকবে। তাই পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান সব ছাত্রদের। 

তিনি আরও বলেন, শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন চৌধুরীপাড়া মাদরাসার জন্য যারা রাজধানী ঢাকায় বৃহত্তম এ জায়গার ব্যবস্থা করেছেন, দীর্ঘদিন অর্থ-শ্রম ও মেধা দিয়ে পরিচালনা করছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন

মাওলানা মুসলীম উদ্দীন বলেন, বর্তমানে যারা মাদরাসাকে উন্নয়নের শিকরে নিয়ে যাওয়ার জন্য পরিশ্রম করছেন, মেধা ব্যয় করছেন তাদের প্রতিও অশেষ কৃতজ্ঞতা। 

-এটি


সম্পর্কিত খবর