বুধবার, ৩১ মে ২০২৩ ।। ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০ ।। ১১ জিলকদ ১৪৪৪


জামিয়া চরখরিচার সবক উদ্বোধন আজ, উপস্থিত থাকবেন আল্লামা মাহমুদুল হাসান

আদিয়াত হাসান
আদিয়াত হাসান
শেয়ার

জামিয়া মাহমুদিয়া চরখরিচা মোমেনশাহীতে নতুন শিক্ষাবর্ষের সবক উদ্বোধন হতে যাচ্ছে।

আজ মঙ্গলবার (৯মে) এশার নামাজের পর এই সবক উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

জানা যায়, অনুষ্ঠানে উদ্বোধনী সবক প্রদান করবেন কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সভাপতি, আল হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান, জামিয়ার প্রতিষ্ঠাতা মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

এছাড়া তিনি আগামীকাল বুধবার (১০মে) জামিয়া ইসলামিয়া চরপাড়া, জামিয়াতুস সুন্নাহ শিকারিকান্দা ও জামিয়া ফারুকিয়া মোমেনশাহীতে মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান ইফতিতাহি সবক দিবেন।

আজকের সবক উদ্বোধন বিষয়ে জামিয়া মাহমুদিয়া চরখরিচা মোমেনশাহীর মুহতামিম মাওলানা মাসরুর হাসান বলেন, আল্লাহর কাছে হাজার শুকরিয়া ভর্তির কার্যক্রম যথাযথ সমাপ্তের পর আজ থেকে শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষের দরসি কার্যক্রম। সবার কাছে দোয়া চাই, শিক্ষার্থীদের লেখা-পড়া ও আমল-আখলাকের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যেন আমাদের এই শিক্ষাবর্ষ চালাতে পারি।

প্রসঙ্গত, জামিয়া মাহমুদিয়া আরাবিয়া ইসলামিয়া মোমেনশাহী সদর উপজেলার চর খরিচা গ্রামে অবস্থিত একটি আদর্শ দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান। এখানে নিরিবিলি ও মনোরম পরিবেশে ছাত্রদের আমল, আখলাক, তালীম ও তরবিয়াতের পাশাপাশি দীনের আদর্শ ও যোগ্য রাহবার হিসেবে গড়ে তোলা হয়। এখানে ছাত্রদের জন্য রয়েছে মানসম্মত খাবারের ব্যবস্থা। ইয়াতিম,গরীব ও মেধাবী ছাত্রদের জন্য ফ্রী বোর্ডিং রয়েছে। যোগ্য ও অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে ছাত্রদের পাঠদান করানো হয়।

বেফাকুল মাদারিসিলি আরাবিয়া বাংলাদেশের সভাপতি, আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান ও যাত্রবাড়ী মাদরাসার মুহতামিম মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান তার পৈত্রিক সম্পত্তিতে ১৩৯৯ হিজরী মুতাবেক ১৯৭৯ইং সনে মোমেনশাহী জেলার ব্রহ্মপুত্র নদের উত্তর পার্শ্বে চরসিরতা ইউনিয়নের অন্তর্গত শম্ভূগঞ্জ থেকে পরানগঞ্জ রোড সংলগ্ন চরখরিচা গ্রামে এ মাদরাসা প্রতিষ্ঠা করেন।

কেএল/


সম্পর্কিত খবর