রাজধানীর চৌধুরীপাড়ার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসায় নতুন শিক্ষাবর্ষের সবক উদ্বোধন আজ।
জানা যায়, আজ শুক্রবার (৫মে) বাদ মাগরিব মাদরাসা মিলনায়তনে এই সবক উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে।
এতে উপস্থিত থাকবেন কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সভাপতি, আল হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান, জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ীর মুহতামিম মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।
শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরাআন মাদরাসার মুহতামিম মাওলানা মাহফুজুল হক কাসেমী উক্ত অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আশপাশের ধর্মপ্রাণ মানুষদের আহ্বান জানিয়েছেন। এছাড়া তিনি মাদরাসার শিক্ষার্থীদের নতুন শিক্ষাবর্ষের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
কেএল/