রাজধানীর মধ্যবাড্ডা, আদর্শনগর এলাকায় অবস্থিত জামিআতুল বালাগ আলইসলামিয়া ঢাকা (প্রাথমিক দ্বিনী শিক্ষা, গবেষণামূলক উচ্চতর ইসলামী শিক্ষা ও দাওয়াহ প্রতিষ্ঠান) এর নতুন বর্ষের ভর্তি কার্যক্রম ২৯ এপ্রিল ৮ শাওয়াল শনিবার থেকে চলবে।
গত ১২ বছর আগে প্রতিষ্ঠিত জামিআতুল বালাগ আলইসলামিয়া ঢাকা আজ সকলের কাছে বেশ পরিচিত। ভালো লেখাপড়ার জন্য প্রতিষ্ঠানটি সুনাম- সুখ্যাতি অর্জন করেছে।
দেশের উল্লেখ্যযোগ্য ইফতা বিভাগগুলোর মধ্যে অন্যতম, দুই বছর মেয়াদী একটি ইফতা বিভাগ তাতে রয়েছে। এতে মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা-এর ইফতা বিভাগের শিক্ষা কারিকুলামের অনুসরণে বছরে তিনটি সেমিস্টার পদ্ধতিতে পাঠদান করা হয় এবং তালীমী বিষয়ে মারকাযের উস্তাদগণের নির্দেশনা গ্রহণ করা হয়।
প্রতিষ্ঠানের অন্যান্য বিভাগগুলোতেও দক্ষ ও আদর্শ উস্তাদগণের নেগরানীর মাধ্যমে যুগ-উপযোগী উন্নতমানের পড়াশুনা এবং সুন্দর আদব-আখলাকে ছাত্রদেরকে গড়ে তুলার জন্য মেহনত করা হয়।
ভর্তি ইচ্ছুক তালিবে ইলমকে যথাসময়ে মাদরাসায় উপস্থিত হয়ে ভর্তি সম্পন্ন করার জন্য বিশেষভাবে আহবান করা হয়েছে।