বুধবার, ৩১ মে ২০২৩ ।। ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০ ।। ১১ জিলকদ ১৪৪৪


রহমানিয়া দারুস সুন্নাহ ইসলামিয়া দাওরা হাদিস মহিলা মাদরাসায় ভর্তি চলছে


আওয়ার ইসলাম ডেস্ক :

আওয়ার ইসলাম ডেস্ক :
শেয়ার

রহমানিয়া দারুস সুন্নাহ ইসলামিয়া দাওরা হাদিস মহিলা মাদরাসা ৬৪/এল / ৬ উত্তর মানিকনগর শান্তিধারা সোসাইটি, ঢাকা ১২০৩ এ ভর্তি চলছে।

মুহতামিম আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতি জুবায়ের আহমদ। মোবাইল ০১৯১৫ ৩৩৪১৪৫ 

বিভাগ সমূহ
ক, নূরানী শিশু শ্রেণি।
খ, ইবতেদাইয়্যা প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণী।
 গ ,খুছুছী জামাত । 
ঘ, মিজান জামাত ।
ঙ, কদুরি জামাত। 
চ, শরহে বেকায়া জামাত।
ছ, হেদায়া জামাত।
জ, মেশকাত জামাত।
ঝ, দাওরায়ে হাদিস।

ভর্তির ও বেতনের নিয়মাবলী। আবাসিক অনাবাসিক ও ডেকিয়ার ছাত্র ভর্তি করা হয়।  নতুন ছাত্রদের জন্য ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবং পুরাতন ছাত্রদের ক্ষেত্রে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

প্রতি ইংরেজি মাসের ৫ তারিখের মধ্যে চলতি মাসের খানা ও বেতন চার্জ পরিশোধ করতে হয়।
 
ভর্তির সময় এক মাসের বেতন খোরাকি ও ভর্তি এবং আনুষাঙ্গিক খরচ দিয়ে প্রথম ভর্তি হতে হবে। প্রতিষ্ঠানের আইন কানুন অমান্য করলে যে কোন ছাত্রীর ভর্তি বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। 
  
মাদ্রাসার নির্ধারিত ফরমে আবেদন করত:  মাদ্রাসার সকল নিয়ম-কানুন মেনে চলার অঙ্গীকার করে ফরমে ছাত্রী ও অভিভাবক উভয়কে স্বাক্ষর করতে হয়।

পূর্ণ ১২ মাসে বেতন দিতে হয়।

প্রতি ইংরেজি মাসের ৫ তারিখের মধ্যে চলতি মাসের খানা ও বেতন দিতে হয়।

ভর্তি ফি নতুন ৩৫০০/-
সেশন ফি ২৬০০/- 
ফরম ১০০/- 
বেতন কার্ড ৫০/- 
বেফাক ফি ৫০/- 
মাসিক খানা চার্জ ২৫০০/-
বেতন ও আবাসিক চার্জ ১৮০০/-
অনাবাসিক দুপুরে একবেলা খানা সহ ২৭৫০/- বেতন আবাসিক ১৫০০/- 
বেতন ডে কেয়ার ১৭০০/-
বেতন নাজারা ও হিফজ ১৭০০/-

 

-এটি


সম্পর্কিত খবর